Advertisement
Advertisement

গুজরাটের খবরে চাঙ্গা কংগ্রেস, রাহুলের বাড়ির সামনে অকাল দীপাবলি

রাহুল গান্ধীর সভাপতি হতেই কি শাপমুক্তি কংগ্রেসের?

Gujarat & Himachal elections: Congress supporters congratulate Rahul Gandhi 
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 18, 2017 4:08 am
  • Updated:September 18, 2019 5:38 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গুজরাট ও হিমাচল প্রদেশের ভোটগণনা শুরু হতেই কংগ্রেসের সদ্য নির্বাচিত সভাপতি রাহুল গান্ধীর বাসভবনের সামনে অকাল দীপাবলী। প্রাথমিক পর্যায়ের ভোটগণনায় গুজরাটে বিজেপিকে কড়া টক্কর দিচ্ছে কংগ্রেস। এমনকী বেশ কয়েকটি আসনে তো বিজেপিকে পিছনে ফেলে এগিয়ে গিয়েছে কংগ্রেস। এই মাহেন্দ্রক্ষণকে বিফলে যেতে দেননি কংগ্রেস সমর্থকরা। কনকনে শীতের সকালেও তাঁরা ভিড় জমিয়েছেন তাঁদের প্রিয় নেতা রাহুল গান্ধীর বাসভবনে।

গণনার প্রাথমিক ট্রেন্ড বলছে, গুজরাটে ১৮২টি আসনের মধ্যে ৯৫টিতে এগিয়ে মোদির দল, ৮৫টিতে এগিয়ে থেকে কড়া টক্কর দিচ্ছে কংগ্রেসও। হিমাচল প্রদেশে ৬৮টি আসনের মধ্যে ৪০টিতে এগিয়ে বিজেপি, ২৬টিতে এগিয়ে কংগ্রেস। তবে হিমাচলে সম্ভবত সরকার গঠন করতে চলেছে বিজেপিই। কিন্তু গুজরাট তাদের ভূমিপুত্র নরেন্দ্র মোদিকে এভাবে চ্যালেঞ্জের মুখে ফেলে দেবে, কোনও বুথফেরৎ সমীক্ষাই এমন আঁচ দেয়নি।

[গুজরাটে মুখ পুড়ল মোদির, কড়া টক্করে এগিয়ে কংগ্রেস]

এই খুশিতে বেশ কয়েকজন কংগ্রেস সমর্থক সোমবার প্রবল ঠান্ডার মধ্যেই দলের জয় কামনা করে যজ্ঞ শুরু করেন। গুজরাট নির্বাচন যেদিন শুরু হয়, সেদিন কংগ্রেসের সহ-সভাপতি ছিলেন রাহুল। আজ যখন গুজরাটের গণনা চলছে, তখন কংগ্রেসের সর্বাধিনায়ক সোনিয়া-পুত্র। গত শনিবার রাতে দলের ব্যাটন হাতে তুলে নিয়েছেন তিনি। আর তারপর থেকেই অল-আউট আক্রমণে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে। বিশেষজ্ঞদের ধারণা, যদি গুজরাটে কংগ্রেস মরণকামড় বসাতে পারে, তাহলে প্রমাণিত হবে রাহুলের কাঁধে দায়িত্ব তুলে দিয়ে এতটুকু ভুল করেননি সোনিয়া গান্ধী।

[ভারতে বসবাসকারী সকলেই হিন্দু, ফের বিতর্কিত মন্তব্য ভাগবতের]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement