গুজরাট, হিমাচল প্রদেশের ভোটের ফল ঘোষণা হল। গত দু’দশকের মতো এবারওগুজরাটে ফুটল পদ্ম। কিন্তু হিমাচলে শেষ হাসি হাসল কংগ্রেসই। তবে হিমাচলের হার সত্ত্বেও গুজরাটের নজিরে উল্লসিত প্রধানমন্ত্রী মোদি। জানিয়ে দিলেন ‘গুজরাটের মানুষ ইতিহাস সৃষ্টি করেছেন।’
৭.২৪: ‘গুজরাটের মানুষ ইতিহাস সৃষ্টি করেছেন। পরিবারবাদ ও ভ্রষ্টাচারের বিরুদ্ধে জনরোষ ক্রমাগত বেড়েই চলেছে। একটা সুস্থ গণতন্ত্রের জন্য এটা খুব ভাল লক্ষণ বলে আমি মনে করি।’ গুজরাটে নজির গড়ে বললেন মোদি। হিমাচলে হেরে গেলেও সেখানে কেন্দ্র যে সেই রাজ্যের পাশেই থাকবে তাও জানালেন তিনি।
৩. ২৪: দলীয় বিধায়কদের ছত্তিশগড়ে পাঠানোর পরিকল্পনা নেই, জানিয়ে দিল হিমাচলের কংগ্রেস নেতৃত্ব।
২,৪২: ভোটে জিতে জামনগরে রোড শো করলেন রবীন্দ্র জাদেজার স্ত্রী রিবাদা জাদেজা।
#GujaratAssemblyPolls | BJP candidate from Jamnagar North, Rivaba Jadeja holds a roadshow in Jamnagar, along with her husband and cricketer Ravindra Jadeja.
As per official EC trends, she is leading with a margin of 50,456 votes over AAP candidate Karshanbhai Karmur. pic.twitter.com/TgnDKGJB9Z
— ANI (@ANI) December 8, 2022
১.৪৪: গুজরাটের নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ ১২ তারিখ। উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
১.৩৪: হিমাচলে ৪০ আসনে এগিয়ে কংগ্রেস। এরপরই বিজেপিকে কটাক্ষ করলেন কংগ্রেস নেতা এস এস সুখু। তাঁর কথায়, “হিমাচলে বিজেপি নিজেকে শক্তিশালী মনে করে। প্রধানমন্ত্রী একাধিকবার এ রাজ্যে এসেছেন। তারপরেও আমরা সংখ্যা গরিষ্ঠতা পেলাম।”
BJP considered itself strong in Himachal Pradesh, PM Modi & Amit Shah visited the State several times, here today Congress is going to form the government with a full majority: Congress leader SS Sukhu, Congress#HimachalElectionResults2022 pic.twitter.com/aBk6iRQWqo
— ANI (@ANI) December 8, 2022
১.২৮: গুজরাটের মোরবি, গোধরা, নারদা-সহ একাধিক গুরুত্বপূর্ণ আসনে বড় ব্যবধানে এগিয়ে বিজেপি।
১.১৭: হিমাচলে ৩৯ আসনে এগিয়ে কংগ্রেস।
১২.২৪: হিমাচল প্রদেশে ‘অপারেশন লোটাসে’র আশঙ্কা। কংগ্রেসের জয়ী বিধায়কদের চণ্ডীগড়ে চলে যাওয়ার নির্দেশ শীর্ষ নেতৃত্বের।
১২.০৩: হিমাচলের সেরাজে জিতলেন বিদায়ী মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর। তবে আসন ও ভোটের শতাংশের হিসেবেও এগিয়ে কংগ্রেস। ইতিমধ্যে ম্যাজিক ফিগারের (৩৫) চেয়েও বেশি আসনে এগিয়ে কংগ্রেস।
১১.৫১: গুজরাটে জয়ী বিজেপির বিদায়ী মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল।
১১.৪২: গুজরাটে বিজেপির খাতায় ৫৪ শতাংশের বেশি ভোট। কংগ্রেসের ঝুলিতে প্রায় ২৭ শতাংশ ও আপের দখলে ১২ শতাংশ ভোট।
১১.৪০: জামনগরের দক্ষিণ কেন্দ্রে এগিয়ে রবীন্দ্র জাদেজার স্ত্রী।
১০.৪২: সব রেকর্ড ভেঙে গুজরাটে ১৫৯ আসনে এগিয়ে বিজেপি।
Gujarat Assembly poll results: BJP shatters all electoral records with leads in 150 plus seats
Read @ANI Story | https://t.co/wS0dvcPkdM#GujaratElection2022 #GujaratElectionResults #BJP pic.twitter.com/yGBwMVdo8h
— ANI Digital (@ani_digital) December 8, 2022
১০.২১: হিমাচলে বিজেপির গড়ে কংগ্রেসের বাড়বাড়ন্ত। ত্রিশঙ্কু হতে পারে হিমাচলের বিধানসভা।
Early trends show Congress leading in 32 seats, BJP in 31 seats & Independent-4 in #HimachalPradesh pic.twitter.com/LEqIcUTgpB
— ANI (@ANI) December 8, 2022
১০.০৫: ১৯৮৫ সালে মাধব সিংহ সোলাঙ্কির নেতৃত্বে গুজরাটে কংগ্রেস পেয়েছিল ১৪৯টি আসন। সেটাই সর্বোচ্চ। এখনও পর্যন্ত গুজরাটে এতগুলি আসন কেউ জিততে পারেনি। এ বার সেই রেকর্ডও ভেঙে দেওয়ার পথে এগোচ্ছে বিজেপি। ইতিমধ্যে তারা ১৫০ আসনে এগিয়ে।
৯.৫৮: ভোটের মুখে সেতু ভেঙে মৃত্যু হয়েছিল ১৪১ জনের। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেছিলেন, গুজরাটের মোরবির সেতু দুর্ঘটনার প্রভাব পড়বে ভোটে। কিন্তু তাঁদের সেই ভাবনা মিলল না বাস্তবে। শেষ পাওয়া খবর অনুযায়ী, মোরবি কেন্দ্রে এগিয়ে BJP। আর গোটা রাজ্যে ১৪৯ আসনে এগিয়ে গেরুয়া শিবির।
৯.৫২: গুজরাটে বিজেপির দলীয় কার্যালয়ে উচ্ছ্বাস বিজেপি কর্মীদের।
Gandhinagar, Gujarat | Bharatiya Janata Party workers celebrate as party crosses majority mark of 95 in early trends as per ECI.
BJP is leading in 99 seats in the State pic.twitter.com/ylar3cPblB
— ANI (@ANI) December 8, 2022
৯.৪৮: হিমাচলে সরকার গড়তে ইতিমধ্যে বৈঠকে বিজেপির প্রতিনিধিরা। সদ্য পাওয়া খবর অনুযায়ী, ৩৩টি আসনে এগিয়ে কংগ্রেস। ৩২ আসনে এগিয়ে বিজেপি। খাতা খুলতে ব্যর্থ আপ।
৯.৩৮: গুজরাটে ১৪ শতাংশ ভোট আপের দখলে। হিমাচলে এখনও খাতা খুলতে ব্যর্থ কেজরিওয়ালের দল।
৯.২৮: নির্বাচন কমিশন বলছে, হিমাচলে বিজেপি এগিয়ে ৭ আসনে, কংগ্রেস এগিয়ে ৩ আসনে।
Latest official EC trends show BJP leading on 7 seats while Congress on 3, as the counting for #HimachalPradeshElections continues. pic.twitter.com/6LkfZgxYwl
— ANI (@ANI) December 8, 2022
৯.০০: হিমাচলে সামান্য পিছোল বিজেপি। ৩৫ আসনে এগিয়ে কংগ্রেস। ৩১ আসনে এগিয়ে বিজেপি।
৮.৪৬: পিছিয়ে হার্দিক প্যাটেল।
৮.৫০: হিমাচলে মোট আসন ৬৮। অর্ধেক আসন ৩৯-এর এগিয়ে বিজেপি। ২৭ আসনে লড়াই দিচ্ছে কংগ্রেস।
৮.৪৭: গুজরাটে বদগামে পিছিয়ে কংগ্রেস প্রার্থী জিগনেশ মেওয়ানি। এগিয়ে বিদায়ী মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল। এগিয়ে রয়েছেন বিজেপির অল্পেস ঠাকুর, রবীন্দ্র জাদেজার স্ত্রীও।
৮.৩৭: হিমাচলে ৩৭ আসনে এগিয়ে বিজেপি। কংগ্রেস এগিয়ে ২৫ আসনে।
Counting of votes on 68 seats in Himachal Pradesh Assembly elections underway
Visuals from Govt Girls’ Sr Sec School, Shimla pic.twitter.com/mHN3F90Obr
— ANI (@ANI) December 8, 2022
৮.৩০: গণনা শুরুতেই গুজরাটে সেঞ্চুরি পার বিজেপির। ইতিমধ্যে ১১৫ আসনে এগিয়ে মোদি-শাহ জুটি। দাগ কাটতে কার্যত ব্যর্থ কেজরিওয়ালের আপ। তারা এগিয়ে মোটে ৪ আসনে।
#GujaratElections2022 | Counting of votes begin, visuals from Government Commerce College in Gandhinagar. pic.twitter.com/PmcIXC1rS8
— ANI (@ANI) December 8, 2022
৮.১৫: ভোট গণনার শুরুতেই গুজরাটে অনেকটা এগিয়ে বিজেপি। ৮২টি আসনে এগিয়ে বিজেপি। কংগ্রেস এগিয়ে ২৪। তৃতীয় স্থানে রয়েছে আপ (৪)। অন্যান্যরা এগিয়ে ১টি আসনে।
৮.০০: দুই রাজ্যে ভোট গণনা শুরু। গণনার শুরুতেই গুজরাটে গেরুয়া ঝড়ের ইঙ্গিত। হিমাচলে বিজেপি-কংগ্রেসের জোর লড়াই।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.