সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নজরে লোকসভা নির্বাচন! সরকারি কর্মী এবং পেনশনভুগীদের এক ধাক্কায় ৮ শতাংশ হারে ডিএ বাড়াল গুজরাটের বিজেপি (BJP) সরকার। ফলে সপ্তম বেতন কমিশনের অধীনে গুজরাটের সরকারি কর্মীরাও কেন্দ্রীয় হারে ডিএ পাবেন।
গুজরাটের মুখ্যমন্ত্রী ভুপেন্দ্র প্যাটেল (Bhupendra Patel) মঙ্গলবার ঘোষণা করেছেন, রাজ্যের সরকারি কর্মীরা ১ জুলাই, ২০২২ সাল থেকেই বর্ধিত হারে ডিএ পাবেন। ১ জুলাই, ২০২২ সাল থেকে ডিএ বাড়ানো হবে ৪ শতাংশ। ১ জানুয়ারি ২০২৩ সালে আরও ৪ শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধি হবে। সব মিলিয়ে ৮ শতাংশ ডিএ বাড়বে। ২০২২ সালের জুলাই মাস থেকে এ পর্যন্ত বকেয়া ডিএ-র টাকা দেওয়া হবে এরিয়ার হিসাবে। যা আগামী সেপ্টেম্বরের মধ্যে ৩ কিস্তিতে পাবেন সরকারি কর্মীরা।
এই ঘোষণার ফলে গুজরাটের (Gujarat) মোট ৯,৩৮ লক্ষ সরকারি কর্মচারী এবং পেনশনভুগী উপকৃত হবেন। তবে এর ফলে গুজরাট সরকারের কোষাগারে ৪ হাজার ৫১৬ কোটি টাকার অতিরিক্ত চাপ পড়বে। এই সিদ্ধান্তের ফলে কেন্দ্রীয় সরকারি হারে ডিএ পাচ্ছেন গুজরাটের কর্মীরা। এর আগে কার্যত সব বিজেপি শাসিত রাজ্যই কেন্দ্রীয় হারে ডিএ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। রাজনৈতিক মহলের ধারণা, পুরনো পেনশন স্কিম ফেরানো নিয়ে সরকারি কর্মীদের মধ্যে যে অসন্তোষ সৃষ্টি হয়েছিল, সেটা খানিকটা হলেও প্রশমিত হবে বর্ধিত ডিএ প্রাপ্তিতে। ২০২৪ লোকসভার আগে যা ভীষণ গুরুত্বপূর্ণ।
উল্লেখ্য, বাংলায় ডিএ (DA) বাড়ানোর দাবিতে রাজ্য সরকারি কর্মীদের একটা অংশ যখন আন্দোলনে ঠিক তখনই গুজরাটের ডিএ বৃদ্ধি খানিকটা হলেও আন্দোলনের ঝাঁজ বাড়াবে। যদিও রাজ্য সরকার স্পষ্ট বলে দিয়েছে, বাংলাকে যে হারে কেন্দ্রীয় বঞ্চনার শিকার হতে হচ্ছে, তাতে বর্ধিত হারে ডিএ দেওয়া সম্ভব নয়।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.