সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোমবার সকাল থেকেই শুরু হয়ে গিয়েছে গুজরাট ও হিমাচল প্রদেশ বিধানসভা নির্বাচনের ভোটগণনা। গত লোকসভা ভোটের ট্রেন্ড বজায় রেখে দুটি রাজ্যেই এগিয়ে শুরু করে বিজেপি। তবে বেলা বাড়তেই কড়া টক্কর দিচ্ছে কংগ্রেসও। শেষ পাওয়া খবরে, গুজরাটে ১৮২টির মধ্যে ১৬৯ নরেন্দ্র মোদির দল এগিয়ে রয়েছে ৭৭টি আসনে। ৮৮টি কেন্দ্রে এগিয়ে রয়েছে রাহুল গান্ধীর দল। হিমাচলে ৬৮টির মধ্যে ৪৪ আসনের গণনায় প্রাথমিকভাবে ২৪টিতে এগিয়ে বিজেপি, ১৬টিতে কংগ্রেস।
EVMs opened at a counting centre in Shimla’s Kasumpati as counting of votes continues #HimachalPradeshElections pic.twitter.com/rsid3L2xgd
— ANI (@ANI) December 18, 2017
নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, গুজরাটে ১৭টি আসনে এগিয়ে বিজেপি, ১৮টিতে কংগ্রেস। পোরবন্দর ও ভাবনগরে এগিয়ে রয়েছে বিজেপি। মান্ডবী ও নাদিদাদে এগিয়ে রয়েছে রাহুল গান্ধীর দল। তবে এই ট্রেন্ড মূলত পোস্টাল ব্যালটের ট্রেন্ড। ইভিএম কাউন্টিং আরও এগোলে চিত্রটা বদলাতেই পারে। গত ৯ ও ১৪ ডিসেম্বর দু’দফায় ১৮২ আসন বিশিষ্ট বিধানসভা গুজরাটে নির্বাচন অনুষ্ঠিত হয়। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেতে যে কোনও দলকে অন্তত ৯২টি আসনে জয় ছিনিয়ে আনতে হবে। গত ২২ বছর ধরে গুজরাটে জিতে আসছে বিজেপি। এবার কি পট পরিবর্তন হবে? নাকি ভূমিপুত্র ‘নরেন্দ্রভাই’য়ের উপরেই ভরসা রাখবেন সাধারণ মানুষ? উত্তরটা পাওয়া যাবে দিনের শেষে।
#GujaratElection2017 Postal ballot counting underway; visuals from a counting center in #Surat pic.twitter.com/J6uLCbjGxo
— ANI (@ANI) December 18, 2017
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.