Advertisement
Advertisement

Breaking News

বোনাস হিসেবে কর্মীদের গাড়ি উপহার দিল এই কোম্পানি

গাড়ি পাওয়া মাত্রই কোনও কর্মী যদি চাকরিতে পদত্যাগ করেন সেক্ষেত্রে?

Gujarat diamond firm gift cars to employees
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:January 31, 2017 12:44 pm
  • Updated:January 31, 2017 12:44 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কথায় বলে, কর্মীরা আনন্দে থাকলেই কোম্পানির স্বাস্থ্য ভাল থাকবে৷ এই প্রবাদ বাক্যকেই অক্ষরে অক্ষরে পালন করেন গুজরাটের হিরে ব্যবসায়ী সবজিভাই ঢোলাকিয়া৷ সারা বছর ধরে পরিশ্রম করা কর্মীদের মন ভাল করে দেন তিনি৷ কীভাবে? বোনাস এবং ইনসেনটিভের মাধ্যমে৷ ভাবতেই পারেন, এ আর এমন কী! প্রায় সব কোম্পানিই তো তাদের কর্মীদের পুজো বা নতুন বছর উপলক্ষ্যে বোনাস দিয়ে থাকে৷ তবে এমন বোনাস নিশ্চয়ই সব কর্মীদের ভাগ্যে জোটে না৷ গুজরাটের হরেকৃষ্ণ এক্সপোর্টার্স তার কর্মীদের মোটা অঙ্কের অর্থ না, বোনাস বা ইনসেনটিভ হিসেবে গাড়ি উপহার দিয়েছে৷

datsun-2_013117012740

Advertisement

(সামনে থেকে দেখার মাশুল, বাঘের থাবায় প্রাণ গেল ব্যক্তির)

২০১৩ সালে ১,২৬০ জন কর্মীকে মারুতি সুজুকি সুইফ্ট গাড়ি উপহার দিয়েছিল সবজিভাই ঢোলাকিয়ার কোম্পানি৷ এমন অভূতপূর্ব ইনসেনটিভ দেওয়ায় সেবার সংবাদের শিরোনামে উঠে এসেছিলেন এই বিজনেস টাইকুন৷ নতুন বছর উপলক্ষ্যে ফের কর্মীদের গাড়ি দিলেন তিনি৷ ৬৫০টি ইউনিটে মোট ১২০০ কর্মীর কাছে একদিনে সেই গাড়ি পৌঁছে দিয়েছে ডাটসন৷ কিন্তু প্রশ্ন হল, গাড়ি পাওয়া মাত্রই কোনও কর্মী যদি চাকরিতে পদত্যাগ করেন সেক্ষেত্রে? কারণ তাতে কোম্পানির লোকসান বই লাভ হবে না৷ ব্যবসাদার ঢোলাকিয়া সেখানেও মগজাস্ত্রে মাত করেছেন৷ লোন নিয়ে কেনা হয়েছে গাড়িগুলি৷ পাঁচ বছরের ইএমআই-এ প্রতিটি গাড়ির অর্থ মেটাতে হবে৷ আর কোনও কর্মী চাকরি ছেড়ে দিলে তাঁর ইএমআই বন্ধ করে দেবে কোম্পানি৷ ফলে বাকি অর্থ মেটাতে হবে কর্মীকেই৷

ঢোলাকিয়ার এমন উদ্যোগে আপ্লুত তাঁর কোম্পানির কর্মীরা৷ তাঁদের কাছে ঢোলাকিয়া বস নন, সংস্থার যোগ্য মেন্টর এবং গাইড৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement