সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কথায় বলে, কর্মীরা আনন্দে থাকলেই কোম্পানির স্বাস্থ্য ভাল থাকবে৷ এই প্রবাদ বাক্যকেই অক্ষরে অক্ষরে পালন করেন গুজরাটের হিরে ব্যবসায়ী সবজিভাই ঢোলাকিয়া৷ সারা বছর ধরে পরিশ্রম করা কর্মীদের মন ভাল করে দেন তিনি৷ কীভাবে? বোনাস এবং ইনসেনটিভের মাধ্যমে৷ ভাবতেই পারেন, এ আর এমন কী! প্রায় সব কোম্পানিই তো তাদের কর্মীদের পুজো বা নতুন বছর উপলক্ষ্যে বোনাস দিয়ে থাকে৷ তবে এমন বোনাস নিশ্চয়ই সব কর্মীদের ভাগ্যে জোটে না৷ গুজরাটের হরেকৃষ্ণ এক্সপোর্টার্স তার কর্মীদের মোটা অঙ্কের অর্থ না, বোনাস বা ইনসেনটিভ হিসেবে গাড়ি উপহার দিয়েছে৷
২০১৩ সালে ১,২৬০ জন কর্মীকে মারুতি সুজুকি সুইফ্ট গাড়ি উপহার দিয়েছিল সবজিভাই ঢোলাকিয়ার কোম্পানি৷ এমন অভূতপূর্ব ইনসেনটিভ দেওয়ায় সেবার সংবাদের শিরোনামে উঠে এসেছিলেন এই বিজনেস টাইকুন৷ নতুন বছর উপলক্ষ্যে ফের কর্মীদের গাড়ি দিলেন তিনি৷ ৬৫০টি ইউনিটে মোট ১২০০ কর্মীর কাছে একদিনে সেই গাড়ি পৌঁছে দিয়েছে ডাটসন৷ কিন্তু প্রশ্ন হল, গাড়ি পাওয়া মাত্রই কোনও কর্মী যদি চাকরিতে পদত্যাগ করেন সেক্ষেত্রে? কারণ তাতে কোম্পানির লোকসান বই লাভ হবে না৷ ব্যবসাদার ঢোলাকিয়া সেখানেও মগজাস্ত্রে মাত করেছেন৷ লোন নিয়ে কেনা হয়েছে গাড়িগুলি৷ পাঁচ বছরের ইএমআই-এ প্রতিটি গাড়ির অর্থ মেটাতে হবে৷ আর কোনও কর্মী চাকরি ছেড়ে দিলে তাঁর ইএমআই বন্ধ করে দেবে কোম্পানি৷ ফলে বাকি অর্থ মেটাতে হবে কর্মীকেই৷
ঢোলাকিয়ার এমন উদ্যোগে আপ্লুত তাঁর কোম্পানির কর্মীরা৷ তাঁদের কাছে ঢোলাকিয়া বস নন, সংস্থার যোগ্য মেন্টর এবং গাইড৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.