Advertisement
Advertisement

Breaking News

Gujarat

গুজরাট মডেলের এ কী হাল! মাধ্যমিকে ১৫৭টি স্কুলে সকলে সব পড়ুয়াই ফেল

প্রশ্ন উঠছে মোদির সাধের গুজরাটে শিক্ষার মান নিয়ে।

Gujarat board results: zero students passed class 10 in 157 schools। Sangbad Pratidin। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:May 28, 2023 9:44 am
  • Updated:May 28, 2023 9:44 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গুজরাটের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড (GSSB) ২০২৩ সালের গুজরাট বোর্ডের এসএসসি দশম শ্রেণির পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে। পরীক্ষায় সব মিলিয়ে ৬৪.৬২ শতাংশ পড়ুয়া পাশ করলেও ১৫৭টি স্কুলে সকলেই অকৃতকার্য হয়েছে। জেলাগুলির মধ্যে শীর্ষে সুরাট। সেখানে ৭৬ শতাংশ পড়ুয়াই পাশ করেছে। সবচেয়ে নিচে দাহোদ। সেখানে মাত্র ৪০.৭৫ শতাংশ পড়ুয়া পাশ করেছে। ফলপ্রকাশের পরে প্রশ্ন উঠেছে মোদির সাধের গুজরাটে শিক্ষার হার নিয়ে? প্রশ্ন উঠছে দেড়শোরও বেশি স্কুলে একজনও পাশ করতে পারল না কেন? উত্তর খুঁজছে ওয়াকিবহাল মহল।

পরীক্ষার মোট ফলাফলে চোখ রাখলে দেখা যাচ্ছে মাত্র ৬ হাজার ১১১ জন পড়ুয়া এ১ গ্রেড পেয়েছে। এ২ পেয়েছে ৪৪ হাজার ৪৮০ জন। বি২ গ্রেড পেয়েছে ১ লক্ষ ২৭ হাজার ৬৫২ জন। গুজরাটি ভাষার পরীক্ষায় পাশ করতে পারেনি ৯৬ হাজার পরীক্ষার্থী। এদিকে অঙ্কে ফেল করেছে ১ লক্ষ ৯৬ হাজার পড়ুয়া। ২৭২টি স্কুলে যেখানে সকলেই পাশ করেছেস সেখামে ১ হাজার ৮৪টি স্কুলে পাশের হার মাত্র ৩০ শতাংশ।

Advertisement

[আরও পড়ুন: রেকর্ড সময়ে নির্মাণ নয়া সংসদ ভবনের, বয়কট নয়, প্রশংসা করুন, বিরোধীদের বললেন গুলাম নবি]

তবে সবচেয়ে বেশি চমকে দিচ্ছে ১৫৭টি স্কুলে পাশের হার শূন্য শতাংশ- এই পরিসংখ্যান। যা গুজরাটের (Gujarat) শিক্ষার হাল নিয়ে নতুন করে প্রশ্ন তুলে দিচ্ছে। গুজরাটের ৭০০টি স্কুলে শিক্ষকের অভাব রয়েছে, এমনটাই জানা গিয়েছিল গত বছর। প্রশ্ন উঠছে, শিক্ষকের না থাকা নাকি পরিকাঠামোর অন্য ত্রুটি, কোন কারণে এই অবস্থা আড়াই দশক ধরে বিজেপির (BJP) শাসনাধীন রাজ্যটি?

[আরও পড়ুন: শালবনি হাসপাতালে সারপ্রাইজ ভিজিট মুখ্যমন্ত্রীর, নাম দিলেন সদ্যোজাত শিশুর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement