Advertisement
Advertisement

Breaking News

Drugs

ফের আদানির বন্দর থেকে উদ্ধার মাদক, রহস্য ঘনাচ্ছে ৭০ কেজি হেরোইন নিয়ে

বারবার গুজরাটের এই বন্দর থেকে মাদক উদ্ধারের ঘটনায় ছড়াল চাঞ্চল্য।

Gujarat ATS seizes 70 kg of heroin near Mundra port। Sangbad Pratidin

ছবি: প্রতীকী।

Published by: Biswadip Dey
  • Posted:July 12, 2022 5:43 pm
  • Updated:July 12, 2022 5:43 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের ‘গেটওয়ে অফ ড্রাগস’ হয়ে উঠছে গুজরাট (Gujarat)। আগেই এমন অভিযোগ তুলেছে কংগ্রেস (Congress)। এবার ফের কচ্ছের মুন্দ্রা বন্দর, যা ভারতের বৃহত্তম বাণিজ্যিক বন্দর, সেখান থেকেই উদ্ধার হল ৭০ কেজি মাদকদ্রব্য। যার আনুমানিক মূল্য ৩৫০ কোটি টাকা বলে মনে করা হচ্ছে। রাজ্যের সন্ত্রাসবাদ বিরোধী বাহিনী এটিএস ওই বিপুল পরিমাণ মাদক উদ্ধার করেছে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত তল্লাশি এখনও শেষ হয়নি। তাই উদ্ধার হওয়া মাদকের পরিমাণ আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।

নির্ধারিত সূত্রের খবর ছিল। সেইমতো একটি শিপিং কন্টেনারের ভিতরে তল্লাশি চালায় তদন্তকারী দল। জানা গিয়েছে, ওই কন্টেনার এসেছিল বিদেশ থেকে। বন্দরের অদূরেই একটি স্থানে সেটি রাখা ছিল। স্বাভাবিক ভাবেই রহস্য ঘনাচ্ছে উদ্ধার হওয়া ৭০ কেজি হেরোইন ঘিরে।

Advertisement

[আরও পড়ুন: দেশ যেন ‘পুলিশি রাষ্ট্র’ না হয়ে ওঠে, জামিন আইন সরলীকরণের বার্তা সুপ্রিম কোর্টের]

প্রসঙ্গত, গুজরাটের মুন্দ্রা বন্দর থেকে সম্প্রতি মাদক উদ্ধারের ঘটনা বারবার ঘটেছে। আদানিদের তত্ত্বাবধানে থাকা মুন্দ্রা বন্দর থেকে ৫২ কেজি কোকেন উদ্ধার হয়েছিল গত মে মাসে। তারও আগে গত বছরের সেপ্টেম্বরে ১৯ হাজার কোটি টাকারও বেশি মূল্যের মাদক উদ্ধার হয়েছিল। এর পরই আদানি গোষ্ঠীর তরফে জানিয়ে দেওয়া হয়, ইরান, পাকিস্তান ও আফগানিস্তান থেকে কোনও কার্গো কন্টেনার আর খালাস করতে দেওয়া হবে না তাদের বন্দরে। শুধু তাই নয়, ওই মাদক উদ্ধারের ঘটনায় এনআইএ তদন্তেরও নির্দেশ দেওয়া হয়। কিন্তু এরপরও যে এই বন্দর থেকে মাদক পাচারের ঘটনা ঠেকানো যাচ্ছে না, তার প্রমাণ ফের মিলল। প্রশ্ন উঠছে, এতদিনের তদন্তের পরও কীভাবে ফের ড্রাগ ঢুকছে ভারতে?

কংগ্রেস আগেই অভিযোগ তুলেছে, গুজরাটের উপকূল থেকেই সব ড্রাগ উদ্ধার হচ্ছে। ভারতের ‘গেটওয়ে অফ ড্রাগস’ হয়ে উঠছে গুজরাট। অথচ প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী নীরবই রয়েছেন। এখন দেখার নতুন করে গুজরাটে মাদক উদ্ধারের ঘটনায় বিরোধীরা কীভাবে সরব হন।

[আরও পড়ুন: ১৪ জুলাই সভাপতি নির্বাচন নিয়ে কংগ্রেসের গুরুত্বপূর্ণ বৈঠক, তার আগেই বিদেশ গেলেন রাহুল]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement