ছবি: প্রতীকী
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১৯৯৩ সালে মুম্বইয়ে ধারাবাহিক বিস্ফোরণে অভিযুক্ত জঙ্গি মুনাফ হালারি মুসা ধৃত। সোমবার সকলে মু্ম্বই বিমানবন্দর থেকে গুজরাট ATS তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে দেড় হাজার কোটির মাদক পাচারের মামলাও রয়েছে। সেই মামলার তদন্ত করছে গুজরাট পুলিশের সন্ত্রাস দমন শাখা। সূত্রের খবর, এদিন তার কাছ থেকে পাকিস্তানি পাসপোর্টও উদ্ধার হয়েছে। এদিন নাইরোবি থেকে ফিরেছিল সে।
Gujarat Anti-Terrorism Squad (ATS): Munaf Halari Moosa arrested by ATS from Mumbai Airport, he was involved in drug trafficking worth Rs 1,500 crores, which was busted last year. He is also an accused in 1993 Mumbai bomb blasts.
— ANI (@ANI) February 10, 2020
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিদেশ থেকে সোমবারই সকালে দেশে ফিরেছিল সে। মু্ম্বই বিমানবন্দরে পা রাখতেই তাকে পাকড়াও করে গুজরাটের সন্ত্রাসদমন শাখা। জানা গিয়েছে, গত বছর এক ড্রাগ পাচার চক্রের তদন্তে নামে তারা। সেই পাচার চক্রে সম্পর্কে হদিশ করতে নেমেই মুসার হদিশ পায় ATS। তারপর থেকেই তাকে ধরতে জাল বিছিয়েছিল তারা। সোমবার দেশে পা দিতেই তাকে গ্রেপ্তার করা হয়। তদন্তকারী এক আধিকারিক জানান, “গুজরাট ATS মাদক পাচারের মামলায় মুসার ভূমিকা খতিয়ে দেখছে।” সূত্রের খবর, দাউদ গোষ্ঠীর সঙ্গে তার ঘনিষ্ঠতা ছিল। ফলে মুসাকে জারে করে দাউদের বিষয়ও বহু তথ্য মিলবে বলে মনে করা হচ্ছে।
এদিকে মু্ম্বইয়ের ধারাবাহিক বিস্ফোরণের সঙ্গেও নাম জড়িয়েছিল মুসার। তারপর থেকে দক্ষিণ আফ্রিকায় গা ঢাকা দিয়েছিল সে। ১৯৯৩ সালের ধারাবাহিক বোমা বিস্ফোরণে প্রায় ২৬০ জন প্রাণ হারিয়েছিল। জখম হয়েছিলেন অন্তত ৭০০ জন। সেই ঘটনায় মুসার বড়সড় ভূমিকা ছিল বলেই খবর। প্রসঙ্গত, এই মামলায় জড়িত সাজাপ্রাপ্ত এক অপরাধী প্যারোলে থাকাকালীন পালিয়ে যাওয়ার চেষ্টা করে। যদিও পরে তাকে হাতেনাতে পাকড়াও করে পুলিশ। অভিযুক্তের নাম জালিস আনসারি। সে ‘ডঃ বম্ব’ নামেই পরিচিত। দেশজুড়ে প্রায় ৬০টি বিস্ফোরণ মামলায় নাম জড়িয়েছে আনসারির।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.