সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গুজরাটের (Gujarat) মোরবিতে মর্মান্তিক দুর্ঘটনা। একটি লবণ তৈরির কারখানার দেওয়াল ভেঙে অন্তত ১২ জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ গিয়ে উদ্ধারকাজ শুরু করেছে।
Gujarat | At least 12 people died after a wall of a salt factory in Morbi’s Halvad GIDC collapsed
12 people have died after an incident happened at Sagar Salt Factory in Halvad GIDC. Government stands with the families of the deceased: State Minister Brijesh Merja pic.twitter.com/lSBAaw2jJB
— ANI (@ANI) May 18, 2022
স্থানীয় সূত্রের খবর, বুধবার দুপুরে হঠাৎই গুজরাটের মোরবির হালভাদ GIDC ফ্যাক্টারির একটি দেওয়াল ভেঙে পড়ে। সেসময় ওই ফ্যাক্টারিতে বেশ শ্রমিক কাজ করছিলেন। হঠাৎ দেওয়াল ভেঙে পড়ায় তাতে চাপা পড়ে যান কর্মরত শ্রমিকরা। ঘটনাস্থল থেকে এখনও পর্যন্ত ১২ জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে পুলিশ। স্থানীয়দের সহায়তায় চলছে উদ্ধারকাজ। এখনও বহু মানুষ আটকে রয়েছে ঘটনাস্থলে। ঠিক কী কারণে দুর্ঘটনাটি ঘটেছে, তা এখনও স্পষ্ট নয়।
মর্মান্তিক এই দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। কঠিন সময়ে মৃতদের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছেন তিনি। মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা করে অনুদানও ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। তিনি জানিয়েছেন, স্থানীয় প্রশাসন আহতদের সবরকম সাহায্য করছে। গুজরাট সরকারও (Gujarat Government) মৃতদের পরিবারের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছে।
The tragedy in Morbi caused by a wall collapse is heart-rending. In this hour of grief, my thoughts are with the bereaved families. May the injured recover soon. Local authorities are providing all possible assistance to the affected.
— Narendra Modi (@narendramodi) May 18, 2022
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.