সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হিমাচল প্রদেশে ভোটের দিন ঘোষণার ১৩ দিন পর অবশেষে গুজরাট বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণা করল নির্বাচন কমিশন। দু’দফায় ভোট হবে গুজরাটে, ৯ ও ১৪ ডিসেম্বর। ভোটগণনা হবে ১৮ ডিসেম্বর। বুধবার এক সাংবাদিক বৈঠকে এই কথা জানিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার এ কে জ্যোতি।
গুজরাট ও হিমাচল প্রদেশের গণনা একইদিনে হবে। গুজরাটে ১৮২টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন প্রার্থীরা। এদিকে এক সমীক্ষার ফলাফল বলছে, আসন্ন ভোটে গুজরাটে ১১৫-১২৫টি আসন পেতে পারে বিজেপি। কংগ্রেস পেতে পারে ৫৭-৬৫টি আসন। তবে হার্দিক প্যাটেল কোনও আসন পাবেন না বলেই দেখা যাচ্ছে সমীক্ষার ফলাফলে। গুজরাটে ভোটে টাকার খেলা হচ্ছে বলে আজ কলকাতায় অভিযোগ করেছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
No candidate can spend more than Rs 28 lakhs on campaigning. Model code of conduct is now in effect: CEC AK Joti #GujaratElections2017 pic.twitter.com/yvkyQaCABZ
— ANI (@ANI) October 25, 2017
মুখ্য নির্বাচন কমিশনার জানিয়েছেন, প্রত্যেক প্রার্থীকে নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে হবে নির্বাচনের জন্য। সেই অ্যাকাউন্ট থেকেই নির্বাচনের যাবতীয় খরচ মেটাতে হবে। কোনও প্রার্থী নির্বাচনে ২৮ লক্ষ টাকার বেশি খরচ করতে পারবেন না। আজ থেকেই নির্বাচনী আচরণবিধি লাগু হয়ে গেল। নির্বাচন হবে ভিভিপ্যাট মেশিনে, জানিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার। যার ফলে প্রত্যেক ভোটার ভোট দেওয়ার পর স্লিপ হাতে পাবেন। ভোটিং কম্পার্টমেন্টের উচ্চতা এবছর খানিকটা বাড়ানো হবে। পোলিং বুথে শারীরিক প্রতিবন্ধীদের অগ্রাধিকার দেওয়া হবে।
50,128 polling booths will be set up: CEC AK Jyoti #GujaratElections2017 pic.twitter.com/SGgyRkpMJR
— ANI (@ANI) October 25, 2017
এ কে জ্যোতি আরও জানিয়েছেন, নির্বাচনের জন্য ৫০,১২৮টি পোলিং বুথ তৈরি হবে। যার মধ্যে ১৮২টি বুথ পরিচালনা করবেন মহিলারা। প্রতিটি বুথে রিয়াল টাইম মনিটরিং চলবে। ৯ ডিসেম্বর, শনিবার প্রথম দফায় ৮৯টি কেন্দ্রে নির্বাচন হবে। দ্বিতীয় দফায় ১৪ ডিসেম্বর, বৃহস্পতিবার বাকি ৯৩টি কেন্দ্রে ভোটগ্রহণ হবে। ভোটের আগে সীমান্তে নজরদারি জোরদার করা হবে। প্রতিটি বর্ডার চেকপোস্টে সিসিটিভি মোতায়েন করা হবে। স্বচ্ছ নির্বাচন করতে মিডিয়ার সহযোগিতা চেয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার।
Gujarat assembly polls to be held on 9th and 14th December. Counting on 18th December: CEC AK Joti pic.twitter.com/BXwBOhvQgB
— ANI (@ANI) October 25, 2017
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.