সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গতকাল ৮০ বছরে পা রেখেছেন বর্ষীয়ান এনসিপি নেতা শরদ পওয়ার (Sharad Pawar)। সেই উপলক্ষে আয়োজিত জন্মদিনের পার্টিতে দেখা গেল চরম বিশৃঙ্খলা। কেক কাটার পর্ব সারা হতেই কেকের ভাগ পেতে রীতিমতো হুড়োহুড়ি পড়ে গেল! কোভিড (COVID-19) বিধিকে শিকেয় তুলে। দলীয় কর্মীদের ওই ভাবে ধাক্কাধাক্কি করার ভিডিও এরই মধ্যে ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।
শনিবার মহারাষ্ট্রের মন্ত্রী ও এনসিপি নেতা ধনঞ্জয় মুন্ডে পওয়ারের জন্মদিনে আয়োজন করেন একটি অনুষ্ঠানের। তাতে বহু দলীয় কর্মী যোগ দিয়েছিলেন। প্রথমে সব ঠিকঠাকই এগোচ্ছিল। তাল কাটে কেক কাটা শেষ হতেই। আর ধৈর্য ধরে রাখতে পারেননি দলীয় কর্মীরা। অতিমারীকে রুখতে সামাজিক দূরত্ব মেনে চলার নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে তাঁরা দল বেঁধে ঝাঁপিয়ে পড়েন কেকের উপরে। নিজেদের ভাগের কেক পেতে শুরু হয়ে যায় ধাক্কাধাক্কি। এমনকী একে অপরের দিকে চেয়ার ছুঁড়ে মারতেও দেখা যায় তাঁদের। ক্যামেরায় ধরে পড়েছে সেই মুহূর্ত। ভিডিওটি ভাইরাল হয়ে যায় দ্রুত।
Sharing visuals of NCP workers in Beed district celebrating the birthday of NCP chief Sharad Pawar. Police had to be called in to control the mob.
This is how they behave at the sight of cake & we have handed over the entire state machinery in such hands! God bless Maharashtra! pic.twitter.com/dVEzlxgd28
— Priti Gandhi – प्रीति गांधी (@MrsGandhi) December 12, 2020
ভিডিওয় দেখা যাচ্ছে, ধাক্কাধাক্কিতে কোনও কোনও কর্মী মঞ্চ থেকেও পড়ে যাচ্ছেন। শেষ পর্যন্ত আসরে নামতে হয় পুলিশকে। শেষে পুলিশের মধ্যস্থতাতেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। নেটিজেনরা তীব্র নিন্দা করেছেন ওই ঘটনার। কেন এই অতিমারীর সময়ে ওই অনুষ্ঠানে উপস্থিত থাকার অনুমতি দেওয়া হল, প্রশ্ন উঠছে তা নিয়ে। প্রসঙ্গত, সম্প্রতি বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক জমায়েতেই কোভিড বিধিভঙ্গের অভিযোগ উঠেছে।
প্রসঙ্গত, শনিবার ছিল শরদ পওয়ারের ৮০তম জন্মদিন। সেই উপলক্ষে সারা দেশের রাজনৈতিক নেতারা তাঁকে শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইট করে তাঁর দীর্ঘায়ু কামনা করেন। কংগ্রেস নেতা রাহুল গান্ধী-সহ কংগ্রেসের বিশিষ্ট নেতারাও জন্মদিনের শুভেচ্ছা জানান পওয়ারকে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.