Advertisement
Advertisement
GST

স্বাস্থ্যক্ষেত্রে GST বৃদ্ধিতে ভোগান্তি, ঊর্ধ্বমুখী চিকিৎসার খরচে নাকানিচোবানি আমজনতার

জিএসটির জটিল হিসাবে বেড়েছে হাসপাতালের বেড ভাড়া।

GST rise in medical, causes difficulties | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:July 8, 2022 12:48 pm
  • Updated:July 8, 2022 12:48 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল: করোনাকালে (Coronavirus) লোকচক্ষুর আড়ালেই স্বাস্থ‌্যক্ষেত্রে অভিন্ন পণ‌্য ও পরিষেবা কর বেড়ে গিয়েছে। সঙ্গে এবার সেই বোঝার উপর যোগ হচ্ছে শাকের আঁটি। ফলে নাভিশ্বাস উঠছে আমআদমির।

রাতারাতি কখন স্বাস্থ‌্যক্ষেত্রে জিএসটি’র বোঝা ১২ শতাংশ থেকে বেড়ে ১৮ শতাংশে উঠে বসেছে তা নজর করতেই পারেননি করোনায় জেরবার মানুষ। এবার তার সঙ্গে জুড়ছে আরও কিছু জটিল হিসাব। গত সপ্তাহে চণ্ডীগড়ে জিএসটি (GST) কাউন্সিলের যে দু’দিনব‌্যাপী বৈঠক হয় সেখানে যে প্রস্তাবগুলি করা হয়েছিল তাতে ইতিমধ্যেই সিলমোহর দিয়েছে কেন্দ্র। ফলে স্বস্তি দূরে থাক, নতুন করে কাঁচি পড়ছে মানুষের পকেটে।

Advertisement

[আরও পড়ুন: EXCLUSIVE: ‘হাফ সেঞ্চুরি মার দি ইসনে’, সৌরভের জন্মদিনে কবিতা উপহার জাভেদ আখতারের]

মাস তিনেক আগেই প্রায় ৮০০ জীবনদায়ী ওষুধের দাম বেড়েছে। আর এবার হাসপাতালে চিকিৎসার খরচ বাড়তে চলেছে। করোনাকালে হাসপাতালের খরচের বোঝা বেড়েছে করোনাবিধির কারণে যা বর্তমানেও চলছে এবং কতদিন চলবে তার কোনও স্পষ্ট দিশা নেই। এবার তার সঙ্গে যুক্ত হল জিএসটির অতিরিক্ত খরচ। কারণ হাসপাতালের দৈনিক শয্যাভাড়া হোক কিংবা ওয়েস্ট ম্যানেজমেন্ট প্ল্যান্ট, সবের উপরেই জিএসটি বসানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। উদাহরণ হিসাবে বলা যায়, এতদিন যে সমস্ত শয‌্যার দৈনিক ভাড়া হিসাবে কোনও ব‌্যক্তিকে পাঁচ হাজার টাকা দিতে হত নতুন কর কাঠামোয় এবার থেকে তাঁকেই দিতে হবে ৫২৫০ টাকা। ফলে খরচ যে কতটা বাড়ছে তা স্পষ্ট। বায়ো মেডি‌ক‌্যাল ওয়েস্ট বা চিকিৎসা ক্ষেত্রের বর্জ‌্য নষ্ট করার জন‌্য বিশেষ প্ল‌্যান্ট ইনস্টল করা হয় হাসপাতালগুলিতে তার উপরেও বসছে ১২ শতাংশ কর। অভিজ্ঞ মহল এ বিষয়ে নিশ্চিত যে হাসপাতালগুলি কোনওভাবেই এই খরচ নিজেদের কাঁধে নেবে না, ফলে খরচের বোঝা চাপবে সাধারণ মানুষের উপরেই।

জিএসটি বৃদ্ধির এই কেন্দ্রীয় সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই খুশি নয় স্বাস্থ‌্যক্ষেত্র। ক্রেডল ফার্টিলিটি সেন্টারের প্রধান, স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডা. এস এম রহমান বললেন, “নিশ্চিতভাবেই এই জিএসটি বৃদ্ধির বোঝা সাধারণ মানুষের উপর চাপবে। কারণ কোনও হাসপাতালই নিজেদের পকেট থেকে এই টাকা বহন করতে চাইবে না, এবং তারা তা পারবেও না। ফলে চিকিৎসার খরচ বাড়বে অনেকটাই। তাছাড়া আইভিএফের (IVF) মতো চিকিৎসা এতদিন জিএসটির বাইরে ছিল। এবার তার উপরেও জিএসটি দিতে হবে। এমনিতেই আইভিএফের খরচ অধিকাংশ বিমাতেই অন্তর্ভুক্ত হয় না। ফলে তার বিপুল খরচও যাবে সাধারণ মানুষের পকেট থেকে।”

[আরও পড়ুন: EXCLUSIVE: ‘দাদির চাপ কাটাতে বাংলা বলতাম’, সৌরভের জন্মদিনে আবেগে ভাসলেন শচীন]

আমরি (AMRI) হাসপাতালের ইউরো অঙ্কোলজিস্ট ড. বাস্তব ঘোষ বললেন, “সবচেয়ে বেশি চাপে পড়বে মধ‌্যবিত্ত। আমাদের দেশে এখনও স্বাস্থ‌্যবিমার অধীনে রয়েছেন নির্দিষ্ট সংখ‌্যক মানুষ। ফলে চিকিৎসার খরচ বইতে হয় তাঁদের নিজেদেরই। এই জিএসটির বোঝা তাঁদের জন‌্য খুবই কঠিন হয়ে দাঁড়াবে। পশ্চিমবঙ্গে তাও স্বাস্থ‌্যসাথীর মতো প্রকল্প রয়েছে বলে মানুষের কিছুটা সুবিধা রয়েছে। অন‌্যান‌্য রাজ্যে এই ধরনের সরকারি পরিষেবা প্রধানত বিপিএল অন্তর্ভুক্তদের জন‌্য। ফলে মানুষের কষ্ট যে বাড়বে তাতে তো কোনও সন্দেহ নেই।”

বণিকসভা ফিকি’র (FICCI) তরফে বলা হয়েছে, এই নতুন কর কাঠামোয় শুধু যে রোগীর উপর বোঝা চাপবে তা-ই নয়, অধিকাংশ হাসপাতালই বহু অস্ত্রোপচার ‘প‌্যাকেজ’ হিসাবে করে থাকে। নতুন নিয়মে করের কাঠামো কীভাবে বিন‌্যস্ত হচ্ছে তা স্পষ্ট নয়। হাসপাতালের কোন খাতে কত খরচ চাপছে তা নিয়ে বিভ্রান্তি তৈরি হবে। এবং পরোক্ষ ও প্রত‌্যক্ষ দুইভাবেই খরচ বাড়বে আমআদমির। দৈনিক হিসাবে বেড খরচ ‘শুধুমাত্র ২৫০ টাকা বেশি’ বলে মনে হলেও মোট খরচের অঙ্ক যে অনেকটাই বেড়ে যাবে তাতে নিশ্চিত চিকিৎসা ক্ষেত্রের সঙ্গে যুক্ত ব‌্যক্তিরা। এমনকী স্বাস্থ‌্যবিমার উপর ১৮ শতাংশ জিএসটির বোঝা কমানোর পথেও হাঁটেনি কেন্দ্র। কিন্তু আখেরে গোটা দেশে স্বাস্থ‌্যবিমার বাইরে রয়েছেন প্রায় ৬২ শতাংশ মানুষ, যাঁদের হাসপাতালের খরচ মেটাতে হয় নিজের পকেট থেকেই। ফলে পকেট কাটা যাবে আম আদমিরই।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement