Advertisement
Advertisement

তিরুপতি মন্দিরের প্রসাদ ও মানত করা চুলের ওপর ধার্য হবে না জিএসটি

আগামী ৩০ জুন মধ্যরাত থেকে জারি করা হবে নতুন জিএসটি কর।

GST relief to Tirupati temple, prasadam, human hair exempted
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 20, 2017 12:37 pm
  • Updated:June 20, 2017 12:37 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। আগামী ৩০ জুন মধ্যরাত থেকেই গোটা চালু হয়ে যাবে জিএসটি বা পণ্য ও পরিষেবা কর। এমনটাই মঙ্গলবার জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি।সেই সংক্রান্ত একটি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়, উপ-রাষ্ট্রপতি আবদুল হামিদ আনসারি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, লোকসভার সাংসদ, জিএসটি কাউন্সিলের সদস্যরা। এছাড়াও থাকবেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংও।  এদিকে এর পাশাপাশি জিএসটি কাউন্সিলের পক্ষ থেকে জানান হয়েছে, তিরুপতি মন্দিরের প্রসাদ ও মানত করা মানুষের চুলের উপর বসবে না জিএসটি কর। অন্ধ্রপ্রদেশ সরকারের আবেদনে সাড়া দিয়ে এই সিদ্ধান্ত নিয়েছে জিএসটি কাউন্সিল।

[অজয়ের ‘বাদশাহো’র টিজারে ঘনিষ্ঠতায় পারদ চড়ালেন ইমরান-সানি]

গত রবিবার দিল্লিতে ১৭ তম জিএসটি কাউন্সিলের সভায় অন্ধ্রপ্রদেশ সরকারের তরফে মন্ত্রী ওয়াই রামকৃষ্ণুডু বলেন, তিরুপতি ট্রাস্ট একটি বিখ্যাত ধর্মীয় সংস্থান। প্রতিদিন কয়েক লক্ষ ভক্তের সমাগম হয় এখানে। তাই প্রসাদ ও মানত করা মানুষের চুলের উপর জিএসটি কর বসানোর বিষয়টি যেন বিবেচনা করা হয়। এরপরেই জিএসটি কাউন্সিল জানায়, তিরুপতি মন্দিরের প্রসাদ ও মানুষের চুলের উপর জিএসটি কর লাগু হবে না।

Advertisement

[বিপজ্জনক জায়গায় সেলফি তুললেই এবার পড়তে হবে পুলিশের কোপে]

এদিকে, হাতে তৈরি ও সিন্থেটিক ফাইবারের ক্ষেত্রে জিএসটি রেট কমানোর আবেদন করল দ্য কনফেডারেশন অব ইন্ডিয়ান টেক্সটাইলস ইন্ডাস্ট্রি বা সিআইটিআই। উল্লেখ্য, নতুন জিএসটি করে হাতে তৈরি এবং সিন্থেটিক ফাইবারের উপর ১৮ শতাংশ জিএসটি কর ধার্য করা হয়েছে। সেটাই কমিয়ে ১২ শতাংশ কর ধার্যের আবেদন করেছে সিআইটিআই। এমনটাই জানিয়েছে সংবাদসংস্থা পিটিআই। সংবাদসংস্থার তরফে সিআইটিআই চেয়ারম্যান জে তুলসিধরনকে উদ্ধৃত করে বলা হয়েছে, ১৮ শতাংশ জিএসটি কর দিতে হলে ফেবরিক প্রস্তুতকারক ছোট ছোট ব্যবসায়ীরা ক্ষতির সম্মুখীন হবেন। পাশাপাশি সিআইটিআই চেয়ারম্যান নাকি আরও বলেছেন, ‘কর না কমালে চিন থেকে আসা ফেবরিক ভারতীয় বাজারে ছেয়ে যাবে। ফলে পাওয়ারলুম ও এক্ষেত্রে যুক্ত অন্যান্য ছোট ব্যবসায়ীরা সরে যেতে বাধ্য হবেন। অথচ গোটা দেশে কেবল পাওয়ারলুমেই কাজ করেন ৬৫ লক্ষ কর্মী।’ যদিও এব্যাপারে এখনও কোনও সিদ্ধান্ত নেয়নি জিএসটি কাউন্সিল।

[শাহরুখ তনয়ার এই পোশাকের দাম কত জানেন?]

প্রসঙ্গত, আগামী ৩০ জুন মধ্যরাত থেকে মোট চারটি ধাপে জিএসটি কার্যকর হতে চলেছে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ক্ষেত্রে হয় কর তুলে নেওয়া হবে কিংবা ন্যূনতম ৫ শতাংশ কর ধার্য করা হবে। আর গাড়ি বা অন্যান্য দামী ও বিলাসবহুল সামগ্রীর উপর ধার্য করা হবে ২৮ শতাংশ কর। এছাড়া রয়েছে ১২ শতাংশ ও ১৮ শতাংশ করের ধাপ। সংসদের ঐতিহাসিক সেন্ট্রাল হল থেকেই চালু করা হবে এই পরিষেবা। মনে করা হচ্ছে, ভারতীয় অর্থনীতির ভোল পালটে দেবে নতুন এই জিএসটি কর।

[হরিয়ানায় চলন্ত গাড়িতে গণধর্ষণ, মহিলাকে রাস্তায় ছুড়ে ফেলল দুষ্কৃতীরা]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement