Advertisement
Advertisement

জিএসটি কমল ৮৮টি পণ্য সামগ্রীতে, জেনে নিন সস্তা হল কোন কোন জিনিস

এক নজরে দেখে নেওয়া যাক, কোন কোন পণ্যে কত জিএসটি কমল৷

GST rates cut: know what gets cheaper
Published by: Sulaya Singha
  • Posted:July 22, 2018 2:12 pm
  • Updated:July 22, 2018 2:12 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শনিবারই মহিলাদের জন্য দারুণ সুখবর দিয়েছে কেন্দ্র৷ দীর্ঘ টানাপোড়েনের পর অবশেষে জিএসটির কোপ থেকে মুক্ত হয়েছে স্যানিটারি ন্যাপকিন৷ অর্থাৎ এক ঝটকায় অনেকটাই কমবে স্যানিটারি ন্যাপকিনের দাম৷ তবে শুধু একটি পণ্যেই নয়, আরও ৮৮টি পণ্যে জিএসটির হার কমল৷ ইলেকট্রনিক্স দ্রব্য থেকে দৈনন্দিন জীবনে ব্যবহৃত একগুচ্ছ জিনিসে জিএসটির হার কমায় নিঃসন্দেহে স্বস্তিতে সাধারণ মানুষ৷ এর আগে জানুয়ারি মাসে ২৯টি পণ্যের উপর করের হার কমিয়েছিল কাউন্সিল৷ তবে গত বছর নভেম্বরে সবচেয়ে বড় পরিবর্তন ঘটে৷ যখন ২০০টিরও বেশি সামগ্রীর উপর ২৮ শতাংশ থেকে কর কমিয়ে ১৮ এবং ১২ শতাংশের আওতায় নিয়ে আসা হয়৷ এবার এক নজরে দেখে নেওয়া যাক, কোন কোন পণ্যে কত জিএসটি কমল৷

[উলটো রথে পুরীতে প্রবল বৃষ্টি, জলমগ্ন রেললাইনের জেরে বাতিল একাধিক ট্রেন]

স্যানিটারি ন্যাপকিন এবং বৃদ্ধাশ্রমের পরিষেবার ক্ষেত্রে জিএসটি বাবদ কোনও অতিরিক্ত অর্থ দিতে হবে না৷

Advertisement

২৮ শতাংশ থেকে কমে ১৮ শতাংশ জিএসটি-র আওতায় এল যেসব পণ্য:

ফ্রিজ, ওয়াটার হিটার, ওয়াশিং মেশিন, টেলিভিশন (৬৮ সেমি পর্যন্ত), ভ্যাকিউম ক্লিনার্স, রঙ, চুল কাটার সামগ্রী, হেয়ার কার্লার, হেয়ার ড্রায়ার, পারফিউম, স্প্রে, মোবাইলের ব্যাটারি এবং ইলেকট্রনিক যান৷

১৮ শতাংশ থেকে কমে ১২ শতাংশ জিএসটি-র আওতায় এল যেসব পণ্য:

হ্যান্ডব্যাগ, পার্স, গয়নার বাক্স, রঙের জন্য কাঠের ফ্রেম, ছবি, বিভিন্ন ধরনের আয়না, কেরোসিনের স্টোভ ইত্যাদি৷

[সভাপতি হিসাবে কার্যকরী কমিটির প্রথম বৈঠক, রাজনৈতিক মহলের নজরে রাহুল]

যে সব সামগ্রীর উপর ধার্য ৫ শতাংশ জিএসটি:

ইথানল, বায়োফুয়েল প্যালেট, হাতে তৈরি কার্পেট এবং অন্যান্য হাতে তৈরি সামগ্রী যা মেছে ঢাকতে ব্যবহৃত হয়৷ হাতে তৈরি বিভিন্ন ধরনের গয়না-সহ বেশ কিছু পণ্যের জন্য এখন পাঁচ শতাংশ জিএসটি কাটা হবে৷

আগামী ২৭ জুলাই থেকে এই নতুন মূল্য কার্যকর হবে৷ কাউন্সিল সূত্রে জানানো হয়েছে, দ্রব্যমূল্য কমানোর জন্য সরকারের কোষাগার থেকে প্রায় ৭ হাজার কোটি টাকা ব্যয় করা হয়েছে৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement