সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নতুুন করে ‘জিএসটি’ ধাক্কা আমজনতার। সোমবার অর্থাৎ ১৮ জুলাই থেকে বেশিরভাগ প্যাকেটজাত খাদ্যদ্রব্যের উপর বসল পণ্য ও পরিষেবা কর (GST)। যার ফলে লেবেলযুক্ত খাবারগুলির দাম বাড়বে। এতদিন যা করের আওতায় ছিল না। জিএসটি পরিষদের ৪৭ তম বৈঠকে নিত্যপ্রয়োজনীয় আরও কিছু জিনিসের উপর করের হার বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যার মধ্যে বিভিন্ন দুগ্ধজাত দ্রব্য-সহ রয়েছে চাল, পেন্সিল, চামচ, ছুরির মতো বেশ কিছু নিত্য প্রয়োজনীয় জিনিসও।
খুচরো জিনিসের থেকে যাঁরা প্যাকেটজাত দ্রব্য ব্যবহারে বেশি স্বচ্ছন্দ বোধ করেন, তাঁদের মাসিক খরচ এবার বেশ কিছুটা বৃদ্ধি পাবে। চড়া করের আওতায় ঢুকছে হোটেলের হাজার টাকার কম দামি ঘর এবং ব্যাংকের চেকবইও। একদিকে জ্বালানির উত্তরোত্তর মূল্যবৃদ্ধি(Price hike) দুর্বিষহ করে তুলেছে সাধারণের জীবনযাপন। তারই মধ্যে জিএসটি বৃদ্ধির এই সিদ্ধান্ত অবস্থার আরও অবনতি করেছে।
নতুন সংশোধিত আইনে বলা হয়েছে, কোনও জিনিস গ্রাহকের সামনে যদি প্যাকেট করা হয় বা খুচরো বিক্রি করা হয় তাহলে তা করের আওতায় থাকছে না। শুধুমাত্র আগে প্যাকেটবন্দি(Pre-packaged) করা খাবারগুলির ক্ষেত্রেই লাগু হচ্ছে নতুন কর। জিএসটি স্কেল অনুযায়ী ৫, ১২ এবং ১৮ শতাংশ হারে বাড়ানো হচ্ছে কর। যার ফলে দাম বাড়বে বেশ কিছু প্রয়োজনীয় জিনিসের।
দামবৃদ্ধি কোন কোন জিনিসের?
২০১৭ সালে কেন্দ্র সরকার জিএসটি (GST) চালু করেছিল দেশজুড়ে একক করকাঠামো তৈরি করতে। এর জেরে জিনিসের দাম কমবে বলেই দাবি করেছিল মোদী সরকার। কিন্তু বাস্তবে দেখা গেল, তার উলটোটা। উত্তরোত্তর বেড়েছে জিনিসের দাম। বিশেষজ্ঞদের মতে রাজস্ব আদায়ের ঘাটতি মেটানো হচ্ছে জিএসটি বাড়িয়ে। তবে সেই পদ্ধতি এতটাই অযৌক্তিকভাবে করা হচ্ছে যে তা সাধারণ মানুষের ভোগান্তির কারণ হয়ে দাঁড়াচ্ছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.