সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মধ্যবিত্ত নাগরিকের জন্য সুখের খবর। এবার প্রবীণদের জন্য স্বাস্থ্য বিমার প্রিমিয়ামে পুরোপুরি জিএসটি ছাড় মিলতে চলেছে। পাশাপাশি জীবন বিমার টার্ম পলিসি থেকেও উঠতে চলেছে জিএসটি। অন্যান্য ক্ষেত্রে ৫ লক্ষ পর্যন্ত জিএসটি ছাড়ের সিদ্ধান্ত হয়েছে শনিবার মন্ত্রিগোষ্ঠীর জিএসটি কাউন্সিলের বৈঠকে। উল্লেখ্য, এই বিষয়ে প্রথম দাবি তুলেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই দাবিকেই এদিন মান্যতা দেওয়া হয়েছে বলে সূত্রের খবর।
গত আগস্টেও জীবন বিমা এবং স্বাস্থ্য বিমার প্রিমিয়ামে ১৮ শতাংশ জিএসটি প্রত্যাহারের দাবি তুলেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বিষয়ে অর্থমন্ত্রী নির্মলা সীতারমণকে চিঠিও লেখেন। কিছুটা হুঙ্কারের সুরেই বলেছিলেন, জিএসটি প্রত্যাহার না হলে রাজপথে নামতে বাধ্য হবেন। এক্স হ্যান্ডলে এক পোস্টে মমতা লেখেন, “এই জায়গায় জিএসটি নেতিবাচক। যেহেতু মানুষের মৌলিক চাহিদা পূরণের ক্ষেত্রে অনভিপ্রেত প্রভাব পড়ছে।” এর পরই স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বাংলার মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি দেন, “কেন্দ্রীয় সরকার যদি এই জনবিরোধী জিএসটি প্রত্যাহার না করে, তা হলে আমরা রাস্তায় নামতে বাধ্য হব।”
Our demand to Government of India is to roll back GST from life insurance and medical insurance premium on grounds of people’s health imperatives.
This GST is bad because it adversely affects the people’s ability to take care of their basic vital needs.
If Government of India…
— Mamata Banerjee (@MamataOfficial) August 1, 2024
জীবনবিমা এবং স্বাস্থ্যবিমার প্রিমিয়ামে ১৮ শতাংশ জিএসটি প্রত্যাহারের দাবিতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে চিঠি লেখেন তাঁরই সতীর্থ মন্ত্রী নীতীন গড়করি। গত ২৮ জুলাই নির্মলাকে চিঠি লিখেছিলেন কেন্দ্রীয় সড়ক পরিবহণমন্ত্রী। রাজ্যসভার অধিবেশনে ওই দাবিকে সমর্থন করে তৃণমূল। সূত্রের খবর, শনিবার, ১৯ অক্টোবর GST কাউন্সিলের বৈঠকে স্পর্শকাতর প্রবীণদের স্বাস্থ্য বিমা এবং জীবন বিমায় GST ছাড়ের বিষয়ে একমত হন মন্ত্রিগোষ্ঠী। সব ঠিক থাকলে চলতি মাসেই প্রবীণদের জন্য স্বাস্থ্য বিমা এবং জীবন বিমায় পুরোপুরি জিএসটি ছাড়ের বিষয়টি পাকা হতে পারে।
Our sustained efforts appear to be paying dividends – the Central Government looks like being further pressurised towards finally succumbing to our demands to withdraw/ modify the unjust 18% GST on health and life insurance products/policies.
I had personally written to the… pic.twitter.com/1j0UAhgrO5
— Mamata Banerjee (@MamataOfficial) October 19, 2024
এদিকে জিএসটি সংক্রান্ত খবর প্রকাশ্যে আসতেই এক্স হ্যান্ডেলে অর্থমন্ত্রীকে লেখা পুরনো চিঠি-সহ একটি পোস্ট করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দীর্ঘ পোস্টের শুরুতেই তিনি লেখেন—“শেষ পর্যন্ত আমাদের চেষ্টা কাজে এল…।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.