সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পণ্য ও পরিষেবা করের (জিএসটি) আওতায় পড়বে না খাদ্যশস্য ও দুধ৷ এর ফলে আগামিদিনে এগুলির দাম কমতে চলেছে৷ তবে ঠান্ডা পানীয়, ছোট-বড় গাড়ি, এসি, রেফ্রিজারেটরের মতো কিছু বিলাস সামগ্রীকে সর্বোচ্চ স্তরের করের আওতায় ফেলা হয়েছে৷ শ্রীনগরে কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলির নেতৃত্বে জিএসটি কাউন্সিলের বৈঠকে বৃহস্পতিবার সর্বসম্মতভাবে ১,২১১টি পণ্যের মধ্যে ৬টি বাদ দিয়ে বাকিগুলিকে বিভিন্ন করশ্রেণিতে অন্তর্ভুক্ত করা হয়েছে৷ এর ফলে ১ জুলাই দেশ জুড়ে অভিন্ন পরোক্ষ কর ব্যবস্থা চালুর দিকে আরও একধাপ এগিয়ে গেল কেন্দ্র৷
Hair oil, soap, toothpaste to attract 18% #GST; cereals will be exempted from tax as opposed to current 5% rate.
— Press Trust of India (@PTI_News) May 18, 2017
জিএসটি কাউন্সিলের বৈঠকে সব রাজ্যের প্রতিনিধিরাই উপস্থিত ছিলেন৷ দু’দিনের বৈঠকের প্রথম দিনে মোট সাতটি বিষয়ের উপর অনুমোদন দেওয়া হয়৷ বাকি দু’টি নিয়ম খতিয়ে দেখছে আইনি কমিটি৷ সূত্রের খবর, ৮০ থেকে ৯০ শতাংশ পণ্যকে বিভিন্ন করের মধ্যে শ্রেণিভুক্তকরণের কাজ এদিনই চূড়ান্ত হয়েছে৷ কেন্দ্রীয় রাজস্ব সচিব হাসমুখ আধিয়া বৈঠকের পর জানিয়েছেন, জিএসটিতে বিভিন্ন পণ্যের ক্ষেত্রে করের চারটি স্তর ৫, ১২, ১৮ এবং ২৮ শতাংশ রাখা হয়েছে৷ আমজনতা বা মধ্য ও নিম্নবিত্তদের নিত্যপ্রয়োজনীয় কিছু সামগ্রী কম হারের শ্রেণিতে রাখা হয়েছে৷ খাদ্যশস্য ও দুধ জিএসটির আওতার বাইরে রাখা হয়েছে৷ ফলে আগামিদিনে এই দুই পণ্যের দাম কমবে৷ সব মিলিয়ে ৮১ শতাংশ পণ্যের দামই সস্তা হবে৷
Cereals, milk, to be part of exempt list under #GST ; Food grains to be cheaper for consumer post GST Rollout.#gstcouncil
— Doordarshan News (@DDNewsLive) May 18, 2017
দুধের মতো দইয়ের উপরেও জিএসটি লাগু হবে না৷ তবে দুগ্ধজাত মিষ্টির উপর পাঁচ শতাংশ হারে কর ধার্য হবে৷ বর্তমানে খাদ্যশস্যের উপর পাঁচ শতাংশ হারে কর আদায় করা হয়৷ কেন্দ্রের এই ঘোষণায় চাল ও গম-সহ শস্যদানা কর ছাড় পাবে৷ তবে প্যাকেটজাত শস্যদানার ক্ষেত্রে আলাদা সিদ্ধান্ত নেওয়া হবে৷ কয়লার উপর এতদিন ১১.৬৯ শতাংশ হারে কর আদায় করা হত৷ এই সিদ্ধান্তের ফলে কয়লার দামও কমবে৷ জীবনদায়ী ওষুধ, ভোজ্য তেলের উপরেও পাঁচ শতাংশ হারে কর ধার্য করা হবে৷
Cereals, milk, to be part of exempt list under #GST ; Food grains to be cheaper for consumer post GST Rollout.#gstcouncil
— Doordarshan News (@DDNewsLive) May 18, 2017
#GST Council apprvd rates fr goods at nil rate, 5%, 12%, 18% & 28%. Pls visit https://t.co/6E4vHrdBrq fr details.@PIB_India @MIB_India
— Ministry of Finance (@FinMinIndia) May 19, 2017
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.