Advertisement
Advertisement
GST

উৎসবের মরশুমে বাড়ল GST-র পরিমাণ, একমাসে করের পরিমাণ দেড় লক্ষ কোটি

অন্যদিকে, গত ১৬ মাসে ভারতে বেকারত্বের হার সবচেয়ে বেশি। 

GST increases 15 percent on December, says Central Government | Sangbad Pratidin

ছবি: প্রতীকী

Published by: Anwesha Adhikary
  • Posted:January 2, 2023 3:52 pm
  • Updated:January 2, 2023 3:52 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উৎসবের মরশুমে এক লাফে বেড়েছে জিএসটির পরিমাণ। রবিবার কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হল, ডিসেম্বর মাসে ১৫ শতাংশ বেড়েছে জিএসটি সংগ্রহের হার। এক মাসে সংগৃহীত জিএসটির পরিমাণ দেড় লক্ষ কোটি টাকা। প্রসঙ্গত, নভেম্বর মাসে বেশ কমে গিয়েছিল জিএসটির পরিমাণ। তিন মাসে সবচেয়ে কম জিএসটি সংগ্রহ করা হয়েছিল নভেম্বরে। কেন্দ্রের তরফে আরও জানানো হয়েছে, টানা দশ মাস জিএসটির পরিমাণ এক লক্ষ ৪০ হাজার কোটির গণ্ডি টপকাল। তবে পাশাপাশি রয়েছে উদ্বেগজনক পরিসংখ্যানও। গত ১৬ মাসে ভারতে বেকারত্বের হার সবচেয়ে বেশি। 

নতুন বছরের প্রথম দিনেই ডিসেম্বরের জিএসটির (GST) হিসাব প্রকাশ করেছে কেন্দ্র। সেখানে বলা হয়েছে, “ডিসেম্বর মাসে মোট জিএসটির পরিমাণ এল লক্ষ ৪০ হাজার ৫০৭ কোটি টাকা। এর মধ্যে সিজিএসটির পরিমাণ ২৬ হাজার কোটি টাকা। ডিসেম্বর মাসে ৩৩ হাজার কোটি টাকার এসজিএসটি সংগ্রহ করা হয়েছে। ৭৮ হাজার কোটি টাকা সংগ্রহ করা হয়েছে আইজিএসটি বাবদ।”

Advertisement

[আরও পড়ুন: চলতি মাসেই রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী মোদি, শিলিগুড়িতে প্রথম সভা করার সম্ভাবনা]

কেন্দ্রীয় অর্থমন্ত্রকের তরফে জানানো হয়েছে, ২০২১ সালের ডিসেম্বর মাসের তুলনায় গত মাসে বেশ খানিকটা বেড়েছে রাজস্ব আদায়ের হার। আমদানি করা জিনিসের উপর জিএসটির পরিমাণ বেড়েছে প্রায় ৮ শতাংশ। দেশের মধ্যে পণ্য কেনাবেচায় করের পরিমাণ ১৮ শতাংশ বেড়েছে। তবে সামগ্রিক ভাবে জিএসটির পরিমাণ বাড়লেও কয়েকটি রাজ্যে এর উলটো ছবি দেখা গিয়েছে। ১২টি রাজ্যে কর আদায়ের পরিমাণ বৃদ্ধি পেয়েছে।

ডিসেম্বর মাসে সবচেয়ে বেশি কর আদায় করা হয়েছে বিহার থেকে। ২০২১ সালের তুলনায় সেরাজ্যে ডিসেম্বরে করের পরিমাণ বেড়েছে ৩৬ শতাংশ। কর বৃদ্ধির তালিকায় উপরের দিকেই রয়েছে নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশের মতো রাজ্যগুলি। ডিসেম্বর মাসে পশ্চিমবঙ্গে করের পরিমাণও ২৪ শতাংশ বেড়েছে। তবে বিপরীত চিত্র দেখা গিয়েছে গোয়া, ওড়িশা, মণিপুরের মতো রাজ্যগুলিতে। এক বছর আগের তুলনায় এই রাজ্যগুলিতে করের পরিমাণ কমে গিয়েছে। তবে অর্থনৈতিক বিশেষজ্ঞদের অনুমান, উৎসবের মরশুম কেটে গেলেও জিএসটি সংগ্রহের পরিমাণ কমে যাওয়ার সম্ভাবনা নেই।

[আরও পড়ুন: উদ্দেশ্য মহৎ হলেও সিদ্ধান্ত ‘বেআইনি’, নোট বাতিলে ভিন্ন সুর সুপ্রিম কোর্টের মহিলা বিচারপতির]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement