Advertisement
Advertisement

চালু হচ্ছে GST, দাম বাড়ছে কোন জিনিসের? কমছেই বা কীসের?

পকেটে কি কোপ পড়ছে মধ্যবিত্তর? জেনে রাখুন।

GST Impact on essential commodities and services
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 30, 2017 3:16 pm
  • Updated:June 30, 2017 3:22 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জিএসটি চালু হওয়ার আগে থেকেই মানুষের মধ্যে প্রবল জল্পনা। কোন জিনিসের দাম বাড়ছে, আর কোনটার কমছে তা নিয়ে সাধারণের কৌতূহলের শেষ নেই। পণ্য ও পরিষেবা কর চালু হওয়ায় গোটা দেশ বাঁধা পড়বে এক কর কাঠামোয়। ফলে পণ্য তৈরি থেকে বিক্রি পর্যন্ত ধাপে ধাপে কর দেওয়ার যে প্রক্রিয়া তা উঠে যাবে। এতে একদিকে লাভ হওয়ার সম্ভবনা যেমন আছে, তেমন কিছু বাড়তি বোঝাও চলে আসতে পারে বলে অনুমান বিশেষজ্ঞদের। তবে এখনই যেমন বলা হচ্ছে অমুক জিনিসের দাম বাড়বে বা কমবে তা ঠিক নয়। কেননা রাজ্যভিত্তিতে বিক্রয় কর ও যুক্তমূল্য কর বা ভ্যাটের পরিমাণ ছিল আলাদা। ফলে কোনও নির্দিষ্ট রেফারেন্স ধরে পণ্য ও পরিষেবার মূল্যবৃদ্ধি এখনই নিশ্চিতভাবে ঘোষণা করা যায় না। তবে সামগ্রিকভাবে কর কাঠামোর যে পরিবর্তন তাতে অনুমান করা যেতে পারে যে কোন কোন জিনিসের দাম বাড়তে পারে। তারই একটি তালিকা থাকল নিচে।

দাম বাড়তে পারে (পণ্য):

Advertisement

পারফিউম, ক্রিম-পাউডার জাতীয় প্রসাধনী দ্রব্য, মাখন, চিজ ও প্যাকেটজাত খাবার, ধাতব বাসনকোসন, চিনেমাটি, সেরামিক ও প্লাস্টিকের বাসনপত্র (চামচ, কাঁটা চামচ, হাতা, খুন্তি, সাঁড়াশি), বড় গাড়ি, মোটার সাইকেল, টিভি, বই-খাতা-কাগজ ইত্যাদি, কলম, ডিজিটাল ক্যামেরা, প্রাইভেট জেট, বিমানের বিজনেস ক্লাসের টিকিট, ট্রেনের এসি কোচের ভাড়া, জুতো (৫০০ টাকার উপরে), গৃহসজ্জার সামগ্রী, ডিটারজেন্ট, শ্যাম্পু, স্কিনকেয়ারের সামগ্রী, নরম পানীয়, সোনার জিনিস।

দাম কমতে পারে(পণ্য):

জুতো (যেগুলির দাম ৫০০ টাকার কম), মোবাইল ফোন, ছোট গাড়ি, হাতে তৈরি বাদ্যযন্ত্র, কার্পেট, কুকিজ, টুথপেস্ট, মাথার তেল, সাবান, প্যাকেজড জল, মধুমেহ ও ক্যানসারের ওষুধ, সার, ট্রাক্টরের যন্ত্রাংশ।

** প্যাক না করা তেল, ডাল, সবজি, আটা, চাল, দুধ ইত্যাদির উপর কোনও প্রভাব পড়ছে না।

পরিষেবায় দাম বাড়তে পারে- মোবাইল বিল, ইন্টারনেট ডেটার দাম, ব্যাঙ্কিং চার্জ, সিনেমার টিকিট, ক্রিকেট ম্যাচের টিকিট ইত্যাদির।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement