Advertisement
Advertisement

Breaking News

জিএসটির ধাক্কা হেঁশেলে, একধাক্কায় অনেকটাই বাড়ছে ভরতুকিযুক্ত সিলিন্ডারের দাম

মধ্য, নিম্ন-মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ।

GST effect, hike on subsidised LPG cylinder rate upto rs 35
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 4, 2017 2:58 pm
  • Updated:July 4, 2017 2:58 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জিএসটির ধাক্কা এবার হেঁশেলে। পণ্য ও পরিষেবা করের জন্য রান্নার ভরতুকিযুক্ত গ্যাসের সিলিন্ডারের দাম বাড়ছে ৩২ টাকা। গত ৫ বছরে এটাই সবথেকে বেশি মূল্যবৃদ্ধি। পয়লা জুলাই চালু হয় জিএসটি। এতদিন করের আওতার বাইরে থাকলেও, নতুন কর ব্যবস্থায় আরও দামি হচ্ছে রান্নার গ্যাস।

[জানেন, কীভাবে কল্পনা চাওলার স্মৃতি উসকে দিলেন এই তরুণী?]

১ জুলাই একরাশ বিভ্রান্তি নিয়েই চালু হয় পণ্য ও পরিষেবা কর। ব্যবসায়ীদের বড় অংশই বুঝে উঠতে পারেননি কোন কোন ক্ষেত্রে কী হারে কর বসছে। ঠিকমতো এর প্রয়োগের অপেক্ষায় ছিলেন তারা। জিএসটি চালু হওয়ার পর প্রথম কোপ পড়ল রান্নার গ্যাসে। কেন্দ্র সরকার জানিয়েছিল জিএসটির জন্য সাধারণ মানুষের কোনও সমস্যা হবে না। যারা বিরোধিতা করছেন তারা অসাধু ব্যবসায়ী, কর ফাঁকি দেওয়া তাদের  উদ্দেশ্য। জিএসটির পক্ষে ও বিপক্ষে চাপানউতোরের মাঝে নতুন করব্যবস্থার ধাক্কায় রান্নার গ্যাসের দাম অনেকটাই বাড়ছে। সিলিন্ডার পিছু বৃদ্ধি হচ্ছে ৩২ টাকা। ভরতুকিযুক্ত গ্যাসের ওপর এই বর্ধিত দাম প্রয়োগ হবে। ১ জুলাই থেকে নতুন দাম চালু হচ্ছে। নতুন দরে দিল্লিতে রান্নার গ্যাসের দাম হবে ৪৭৭.৪৬ টাকা, কলকাতায় নতুন দাম ৪৮০.৩২ টাকা, মুম্বইয়ে এলপিজির দাম ৪৯১.২৫ টাকা এবং চেন্নাইয়ে দাম ৪৬৫.৫৬ টাকা। গ্যাসের দাম বাড়ার ক্ষেত্রে দেখা যাচ্ছে নতুন করব্যবস্থা। আগে বেশ কিছু রাজ্যে সিলিন্ডারে করছাড় দেওয়া হত, জিএসটির চালু হওয়ার পর ৫ শতাংশ দাম বাড়ছে।

Advertisement

[মুসলিম নাম নিয়েই গর্বিত এই শিখ সুন্দরী]

ভর্তুকিযুক্ত সিলিন্ডারে ২০১১ সালের ২৫ জুন শেষবার রান্নার গ্যাসের এতটা দাম বেড়েছিল। আন্তর্জাতিক বাজারে তেলের দাম অনেকটা বেড়ে যাওয়ায় মূল্যবৃদ্ধির ঘটনা ঘটেছিল। সরকারের নিয়মে বছর প্রতিটি পরিবারে ১২টি সিলিন্ডার ভরতুকিতে পায়। এর বেশি প্রয়োজনে হলে বাজার দরে কিনতে হয়। ভরতুকিযুক্ত সিলিন্ডার ব্যবহার করেন দেশের সিংহভাগ মানুষ। এদের অনেকেরই আর্থিক অবস্থা ভাল নয়। জিএসটির ধাক্কায় এই পরিবারগুলি সমস্যায় পড়তে চলেছেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement