ফাইল ছবি।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আশা ছিল বহু প্রতিক্ষিত জীবনবিমা এবং স্বাস্থবিমার প্রিমিয়ামে কমানো হবে জিএসটি। যদিও রাজস্থানের জয়সলমেঢ়ে জিএসটি কাউন্সিলের ৫৫তম বৈঠকে এই বিষয়ে কোনও সিদ্ধান্তই নেওয়া হল না। অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের উপস্থিতিতে বৈঠক সম্পন্ন হওয়ার পর সংবাদমাধ্যমের মুখমুখি হয়ে এমনটাই জানালেন বিহারের উপমুখ্যমন্ত্রী সম্মাট চৌধুরী। যদিও তবে বহু পণ্যে জিএসটির হার পরিবর্তন করা হয়েছে।
বৈঠক শেষে জানা গিয়েছে, নুন-মশলা মাখানো প্যাকেট করা নয়, এমন পপকর্ন বা ভুট্টাভাজার উপর ৫ শতাংশ জিএসটি বসানো হচ্ছে। প্যাকেট করার আগে ভুট্টাদানার উপর ১২ শতাংশ জিএসটি এবং ক্যারামেল কোটেড পপকর্নের উপর ধার্য থাকবে ১৮ শতাংশ জিএসটি। পুরনো বৈদ্যুতিন গাড়ি এবং ব্যবহৃত জ্বালানি তেলে চালিত গাড়ি বিক্রির উপর বাড়ানো হয়েছে জিএসটি। এক্ষেত্রে ১২ শতাংশ থেকে ১৮ শতাংশ কর গুনতে হবে। বোতলবন্দি জল এবং ১০ হাজার টাকার নীচে থাকা সাইকেলের দামের ক্ষেত্রে জিএসটি কমিয়ে ৫ শতাংশ করার প্রস্তাব আনা হয়েছে। তবে সম্রাট চৌধুরী স্পষ্ট জানিয়ে দেন, জীবনবিমা এবং স্বাস্থবিমার প্রিমিয়ামে এক্ষেত্রে কর কমানোর সিদ্ধান্ত স্থগিত করেছে জিএসটি কাউন্সিল।
জিএসটি বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে পোশাকের উপর। দেড় হাজার টাকার মধ্যে দামের পোশাকে ৫ শতাংশ, ১০ হাজার টাকা দামের পোশাকের উপর ২৮ শতাংশ জিএসটির প্রস্তাব দেওয়া হয়েছে। এই ঘটনায় ক্ষুব্ধ বস্ত্র শিল্পের সঙ্গে যুক্ত ব্যবসায়ীরা। এমন প্রস্তাবের বিরোধিতায় সরব হয়েছে জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। তিনি বলেন, ‘কাশ্মীরের বিখ্যাত শালে যদি ২৮ শতাংশ জিএসটি দিতে হয় তবে এই শিল্প ব্যাপকভাবে মার খাবে। এটা শুধু কাশ্মীরীদের রুজিরুটি নয়, কাশ্মীরের একটি আন্তর্জাতিক পরিচয়।’
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.