Advertisement
Advertisement

Breaking News

LGBTQ

‘সমলিঙ্গ বিবাহের স্বীকৃতি দেখে যেতে চাই’, ৪০০ সমকামী, রূপান্তরকামীর মা-বাবার চিঠি সুপ্রিম কোর্টে

সমলিঙ্গ বিবাহের বৈধতা সংক্রান্ত মামলা চলছে শীর্ষ আদালতে।

Group of over 400 parents of LGBTQIA++ writes to CJI। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:April 25, 2023 4:58 pm
  • Updated:April 25, 2023 4:58 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সমলিঙ্গ বিবাহের বৈধতা সংক্রান্ত মামলা চলছে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, বিচারপতি এস কে কাউল, বিচারপতি এস রবীন্দ্র ভাট, বিচারপতি হিমা কোহলি এবং বিচারপতি পি এস নরসিমার বেঞ্চে। এই পরিস্থিতিতে প্রধান বিচারপতির কাছে আরজি জানিয়ে চিঠি লিখলেন ৪০০ অভিভাবক। সমলিঙ্গের বিয়ের আইনি স্বীকৃতি চেয়েই ওই চিঠি লিখেছেন তাঁরা। তাঁদের LGBTQIA++ সন্তানদের (অর্থাৎ সমকামী, রূপান্তরকামী, বহুকামীরা) বিয়েতে বৈধতার আরজি জানিয়েছেন ওই অভিভাবকরা।

সমলিঙ্গ বিবাহের বৈধতা নিয়ে চলতে থাকা মামলার শুনানির মধ্যেই ‘সুইকার- দ্য রেনবো পেরেন্টস’ নামের ওই সংগঠনের এই চিঠিকে এই মুহূর্তে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। চিঠিতে লেখা হয়েছে, ‘আমরা নিশ্চিত আমাদের দেশের মতো বড় একটা দেশে, যেখানে এমন বৈচিত্র, সেখানে আমাদের সন্তানদের বিয়েকে বৈধতা দিতে আইনি দরজা খুলে দেওয়া হবে। আমাদের বয়স হচ্ছে। কেউ কেউ শিগগিরি ৮০ ছোঁবে। আমাদের আশা, আমরা আমাদের জীবদ্দশাতেই আমাদের সন্তানদের ‘রামধনু’ বিয়ে দেখে যেতে পারব।’

Advertisement

[আরও পড়ুন: পঞ্চায়েত ভোটের আগে নির্লিপ্ত মনোভাব সংঘ পরিবারের, বেকায়দায় বঙ্গ বিজেপি]

প্রসঙ্গত, সমলিঙ্গ বিবাহ (Same-Gender Marriages) ভারতের সামাজিক নৈতিকতার পরিপন্থী, সুপ্রিম কোর্টে (Supreme Court) এমন হলফনামা দিয়ে আগেই জানিয়েছিল কেন্দ্র। কেন্দ্রের সেই আপত্তি খারিজ করে দিয়েছে বিচারপতিদের বেঞ্চ। চলছে মামলা। প্রধান বিচারপতি প্রশ্ন তুলেছেন, কেন বিয়ের জন্য একজন পুরুষ ও একজন মহিলাই অপরিহার্য। তিনি বলেন, সমকামিতার সম্পর্ক সম্পর্ক কেবল শারীরিক নয়, তা মানসিক সম্পর্কও। তৈরি করে স্থায়ী সম্পর্ক।

[আরও পড়ুন: মোবাইল মুখের কাছে আনতেই ভয়াবহ বিস্ফোরণ, কেরলে মৃত্যু ৮ বছরের শিশুকন্যার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement