Advertisement
Advertisement

লালকেল্লার অন্দরে বাক্সভর্তি গ্রেনেড, চাঞ্চল্য রাজধানীতে

তাহলে কি নাশকতার ছক ছিল?

Grenade found at Red Fort in Delhi
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:February 6, 2017 7:52 am
  • Updated:February 6, 2017 7:52 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোমবার সাত সকালে লালকেল্লায় উদ্ধার হল বাক্সভর্তি গ্রেনেড৷ ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা রাজধানীতে৷ ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি খতিয়ে দেখছে বম্ব ডিসপোজাল স্কোয়াড৷ পৌঁছেছেন দমকল আধিকারিকরাও৷

(সাম্বায় যুদ্ধবিরতি লঙ্ঘন পাকিস্তানের, যোগ্য জবাব দিচ্ছেন জওয়ানরাও)

Advertisement

জানা গিয়েছে, সোমবার সকাল সাড়ে আটটা নাগাদ ফোন আসে দিল্লি পুলিশের কন্ট্রোল রুমে৷  জানানো হয়, লালকেল্লার পুরনো কুয়োর একটি বাক্সে কিছু বিস্ফোরক পাওয়া গিয়েছে৷ প্রায় সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের বড় টিম৷ পৌঁছয় বম্ব ডিসপোজাল স্কোয়াডও৷ লালকেল্লার প্রধান ফাটকের কাছে লাহোরি গেটের পাশে উদ্ধার হয়েছে এই বাক্সভর্তি গ্রেনেড৷

(রাজধানীতে পুলিশ-সমাজবিরোধী সংঘর্ষ, গ্রেপ্তার ১)

পুলিশ সূত্রের খবর, ওই এলাকার সাফাইয়ের দায়িত্বে থাকা এক কর্মীর চোখে পড়ে গ্রেনেড ভর্তি বাক্সটি৷ তিনিই ফোন করে খবরটি দেন৷ ঘটনাস্থলে পৌঁছে আরও ২-৩টি গ্রেনেড ভর্তি বাক্স উদ্ধার করেছেন বম্ব ডিসপোজাল স্কোয়াডের আধিকারিকরা৷ প্রাথমিক তদন্তের পর সেনার অনুমান, বিস্ফোরকগুলি সেনাবাহিনীরই সম্পত্তি৷ কোনওভাবে পরিত্যক্ত অবস্থায় রয়ে গিয়েছে৷ কিন্তু নাশকতার ছকের সম্ভাবনাও সম্পূর্ণভাবে উড়িয়ে দিতে পারছেন না গোয়েন্দারা৷

(এবার আন্দামানে চালু হচ্ছে রেল পরিষেবা)

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement