Advertisement
Advertisement

Breaking News

Deve Gowda

সেক্স স্ক্যান্ডালে জড়িয়ে দেশছাড়া, প্রথমবার মুখ খুললেন দেবেগৌড়ার নাতি

জেডিএস সাংসদের জবাবদিহি চেয়ে নোটিস পাঠিয়েছে সিট।

Grandson of Deve Gowda opens up on harassment videos
Published by: Anwesha Adhikary
  • Posted:May 1, 2024 7:41 pm
  • Updated:May 1, 2024 7:45 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অশ্লীল ভিডিও প্রকাশ্যে আসার পরে প্রথমবার মুখ খুললেন প্রাক্তন প্রধানমন্ত্রী দেবেগৌড়ার নাতি। এই ভিডিও প্রকাশ্যে আসার পর থেকে জাতীয় রাজনীতিতে তোলপাড় পড়ে গিয়েছে। জেডিএসের সঙ্গী হিসাবে বিপাকে পড়েছে বিজেপিও। দেশ ছেড়ে পালিয়েছেন জেডিএস সাংসদ। তবে বিদেশে বসে প্রজ্জ্বল রেভান্নার (Prajwal Revanna) মত, সত্যিটা প্রকাশ্যে আসবে।

সম্প্রতি প্রজ্জ্বলের বেশ কিছু অশ্লীল ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হয়। অভিযোগ ওঠে, তাঁর বাড়ির পরিচারিকাদের টানা তিন বছর ধরে যৌন হেনস্তা করেছেন প্রজ্জ্বল। সেই ভিডিও প্রকাশ্যে আসতেই দেবেগৌড়ার (HD Deve Gowda) নাতির বিরুদ্ধে তদন্তের দাবিতে সরব হয় রাজ্য মহিলা কমিশন। এর পরই গোটা ঘটনার তদন্তে সিট গঠন করে কর্নাটকের কংগ্রেস সরকার। এদিকে তদন্ত শুরু হতেই বেঙ্গালুরু ছেড়ে জার্মানি চলে যান অভিযুক্ত প্রজ্জ্বল।

Advertisement

[আরও পড়ুন: ‘ভয়ংকর পার্শ্বপ্রতিক্রিয়া’, কোভিশিল্ডের বিরুদ্ধে এবার শীর্ষ আদালতে মামলা দায়ের

তবে মঙ্গলবারই তাঁর কাছে জবাবদিহি চেয়ে চিঠি পাঠান তদন্তকারীরা। বুধবার সেই নোটিসের জবাব দিয়েছেন বলে প্রজ্জ্বল জানান। তার পরেই এক্স হ্যান্ডেলে জেডিইউ সাংসদের বার্তা, “খুব তাড়াতাড়ি সত্যিটা সামনে আসবে।” তাঁর আইনজীবী অবশ্য জানিয়েছিলেন, সাতদিন পরে বেঙ্গালুরুতে ফিরে এসে নোটিসের জবাব দেবেন। কিন্তু জার্মানি থেকেই নোটিসের উত্তর দিলেন প্রজ্জ্বল। নোটিস পাঠানো হয়েছে তাঁর বাবা এইচডি রেভান্নাকেও।

উল্লেখ্য, গত ১৪ এপ্রিল মাইসুরুতে নির্বাচনী প্রচারে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে তাঁর সঙ্গে এক মঞ্চে উপস্থিত ছিলেন হাসান কেন্দ্রের জেডিএস প্রার্থী তথা লোকসভার বিদায়ী সাংসদ প্রজ্জ্বল রেভান্না। সেই সভাকে হাতিয়ার করেই মোদির বিরুদ্ধে সরব হয়েছেন বিরোধীরা। আসাদউদ্দিন ওয়েইসি সাফ বলেন, “প্রজ্জ্বল রেভান্না অসহায় মহিলাদের যৌন নির্যাতন করতেন। সব জেনেও মোদি ওঁর হয়ে ভোট চাইতে গেলেন। তবে প্রজ্জ্বলের বিরুদ্ধে এখনও কোনও শাস্তিমূলক পদক্ষেপ করা হয়নি।

[আরও পড়ুন: দাবদাহে কাতর বেঙ্গালুরু, সর্বকালীন রেকর্ড গড়ল তাপমাত্রা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement