সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের গান্ধীর ছবি নিয়ে বিতর্ক মাথাচাড়া দিয়ে উঠল। এবার নোংরা কোনও জায়গায় যাতে গান্ধীজির ছবি ব্যবহার না করা হয়, সে ব্যাপারে রাজ্যগুলিকে সতর্ক করল কেন্দ্র। শুধু ছবি নয়, গান্ধীজি সংক্রান্ত কোনও লোগো বা তাঁর ব্যবহৃত কোনও সামগ্রীর ছবি যাতে মা ব্যবহার করা হয় তাও বলা হয়েছে।
(নিঃশ্বাসেও অক্সিজেন ছাড়ে গরু, আজব দাবি শিক্ষামন্ত্রীর)
নোংরা জায়গা বলতে পাবলিক টয়েলেটের দেওয়াল, বা পানীয় জলের জায়গা প্রভৃতিকে বোঝানো হয়েছে। এই সংক্রান্ত এক মামালার প্রেক্ষিতেই এবার এল নয়া নির্দেশিকা। ছত্তিশগড় আদালতে গান্ধীর ছবি ব্যবহারে অসন্তুষ্ট হয়ে মামলা করেছিলেন এক ব্যক্তি। তাঁর মতে, এতে জাতির জনকের অসম্মানই হয়েছিল। যদিও আদালত সে ব্যাপারে সহমত পোষণ করেনি। আদালতের দাবি, কোথাও কোনও ছবি ব্যবহার হলেই জাতির জনকের মর্যাদা ক্ষুণ্ণ হবে এমনটা নয়। তবে প্রশাসনকে এ ব্যাপারে জবাব দিয়ে ব্যবস্থা নেওয়ারও অনুরোধ জানিয়েছিল। সেই প্রেক্ষিতেই এবার পদক্ষেপ করল কেন্দ্র। জানিয়ে দেওয়া হল এমন কোনও জায়গায় গান্ধীর ছবি ব্যবহার করা যাবে না, যাতে দেশবাসীর আবেগে আঘাত লাগতে পারে। এই নির্দেশিকা রাজ্য থেকে জেলাস্তরে ছড়িয়ে দেওয়ারও বার্তা দেওয়া হয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.