Advertisement
Advertisement

পাঁচ বিচ্ছিন্নতাবাদী নেতার নিরাপত্তা প্রত্যাহার, চরম পদক্ষেপ প্রশাসনের

স্বরাষ্ট্রমন্ত্রীর হুঁশিয়ারির পরেই কার্যকর সিদ্ধান্ত৷

 Govt withdraws security cover of five Kashmir separatists
Published by: Tanujit Das
  • Posted:February 17, 2019 2:46 pm
  • Updated:February 17, 2019 2:46 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতে থাকছে৷ ভারতের খাচ্ছে৷ অথচ পাকিস্তানের সঙ্গে ষড়যন্ত্র করে দিনের পর দিন ভারতেরই রক্ত ঝড়াচ্ছে৷ কাশ্মীরি বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে এমন অভিযোগ দীর্ঘদিনের৷ গোয়েন্দা সূত্রে খবর, পুলওয়ামার জঙ্গি হামলার পিছনেও এদের যোগ রয়েছে৷ ফলে এবার এই সমস্ত ‘পাক চর’দের বিরুদ্ধে চরম সিদ্ধান্ত নিল নয়াদিল্লি৷ সূত্রের খবর, প্রশাসনের নির্দেশে ইতিমধ্যে পাঁচ জন শীর্ষ বিচ্ছিন্নতাবাদী নেতার নিরাপত্তা তুলে নেওয়া হয়েছে৷ এতদিন ধরে জম্মু পুলিশের যে নিরাপত্তা ভোগ করতে তারা, তা সম্পূর্ণ ভাবে সরিয়ে নেওয়া হয়েছে প্রশাসনের শীর্ষ মহলের নির্দেশে৷

[পাকিস্তানকে ভাতে মারতে তৎপর নয়াদিল্লি, তৈরি চূড়ান্ত কৌশল ]

Advertisement

পুলওয়ামার জঙ্গি হামলায় শহিদ হয়েছেন ভারতের ৪৯ জন বীর জওয়ান৷ ঘটনার দায় স্বীকার করেছে পাক জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ৷ ওই ভয়ংকর আত্মঘাতী জঙ্গি হানায় নাম উঠেছে কাশ্মীরি যুবক আদিল আহমেদের৷ সমগ্র বিশ্ব যখন এই ঘটনার নিন্দায় সরব৷ জঙ্গিবাদে মদত দেওয়ার জন্য যখন সকলে পাকিস্তানের উপর চাপ তৈরি করছে, তখন কেবলমাত্র এই বিচ্ছিন্নতাবাদীরা ইসলামাবাদের পাশে দাঁড়িয়েছে৷ পুলওয়ামা হামলার পরেই হুরিয়তের মতো বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওযায় হুঁশিয়ারি দিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং৷ ঘটনার মাত্র দিনে কয়েকের মাথায় প্রমাণিত হল যে, সেই হুঁশিয়ারি ফাঁকা আওয়াজ নয়৷ সূত্রের খবর, বিচ্ছিন্নতাবাদী নেতা মিরওয়াজ উমর ফারুক, আবদুল গনি ভাট, বিলাল লোন, হাসিম কুরেশি ও শাবির শাহের নিরাপত্তা তুলে নেওয়া হয়েছে৷ কিন্তু এই তালিকায় শীর্ষ হুরিয়ত নেতা সৈয়দ আলি শাহ গিলানির নাম রয়েছে কিনা, সে বিষয়ে কোনও স্পষ্ট তথ্য পাওয়া যায়নি৷

[শৌচালয়ের জল দিয়ে তৈরি হচ্ছে চা! ফাঁস হল চাঞ্চল্যকর ভিডিও]

উল্লেখ্য, বৃহস্পতিবার পুলওয়ামায় আত্মঘাতী হামলার পর শুক্রবার সেখানার পরিস্থিতি খতিয়ে দেখতে গিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং৷ সেখানে গিয়ে, সেনা ও প্রশাসনের শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক করেন তিনি৷ খোঁজ খবর নেন এলাকার পরিস্থিতির৷ এরপরই হুরিয়ত-সহ অন্য বিচ্ছিন্নতাবাদীদের চরম হুঁশিয়ারি দেন রাজনাথ সিং৷ তিনি বলেন, ‘‘পাকিস্তান ও আইএসআইয়ের টাকায় যারা কাশ্মীরে সন্ত্রাসের জাল বিছোচ্ছে, তাদের নিরাপত্তার বিষয়টা এবার ভেবে দেখার সময় এসেছে৷ এই ধরনের মানুষের কাশ্মীরের সাধারণ মানুষ, যুবকদের ভবিষ্যৎ নিয়ে খেলা করছে৷ আমাদের লড়াই সব ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে৷ দেশের মানুষকে আমি আশ্বস্ত করতে চাই যে, আমরা জয়ী হব’ই৷’’

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement