Advertisement
Advertisement

Breaking News

COVID vaccine

শিক্ষক দিবসের মধ্যেই সব শিক্ষককে টিকা, রাজ্যগুলিকে অতিরিক্ত Vaccine দিল কেন্দ্র

এজন্য ২ কোটি অতিরিক্ত ডোজ দেওয়া হবে রাজ্যগুলিকে।

Govt to supply 20 million vaccine doses to vaccinate teachers by 5 September। Sangbad Pratidin

ছবি: প্রতীকী

Published by: Biswadip Dey
  • Posted:August 25, 2021 6:52 pm
  • Updated:August 25, 2021 7:23 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেখতে দেখতে দেড় বছর হয়ে গিয়েছে, দেশের অধিকাংশ স্থানেই বন্ধ রয়েছে স্কুল (School) ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান। বারবার প্রশ্ন উঠেছে, কবে ফের খুলে দেওয়া হবে স্কুলগুলি? এই পরিস্থিতিতে শিক্ষকদের টিকাদানের (Vaccination) বিষয়টিকে অগ্রাধিকার দিতে রাজ্যে রাজ্যে অনুরোধ জানাল কেন্দ্র। বুধবারই জানিয়ে দেওয়া হল টিকার ২ কোটি অতিরিক্ত ডোজ দেওয়া হবে রাজ্যগুলিকে। লক্ষ্য, শিক্ষক দিবস (Teachers Day) অর্থাৎ ৫ সেপ্টেম্বরের মধ্যেই যাতে সমস্ত শিক্ষককে টিকা দেওয়া সম্ভব হয়।

স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য বুধবার জানিয়েছেন, ”সমস্ত রাজ্যকেই অতিরিক্ত টিকা দেওয়া হচ্ছে। সব মিলিয়ে ২ কোটি অতিরিক্ত টিকার ডোজ দেওয়া হচ্ছে। আমরা সব রাজ্যকেই অনুরোধ করেছি স্কুলের শিক্ষকদের টিকাকরণকে অগ্রাধিকার দিতে। ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবসের মধ্যে তা সম্পন্ন করতে।”

Advertisement

[আরও পড়ুন: তালিবানের মোকাবিলায় প্রস্তুত ভারত, জানিয়ে দিলেন সেনা সর্বাধিনায়ক Bipin Rawat]

কিন্তু দিন দশেকের মধ্যে কি সম্ভব হবে সব শিক্ষকের টিকাকরণ? দেশে স্কুল শিক্ষকের সংখ্যা ৮ কোটিরও বেশি। তবে মনে করা হচ্ছে, তাঁদের অধিকাংশেরই গত কয়েক মাসে টিকাকরণ হয়ে গিয়েছে। যদিও কেন্দ্র শিক্ষকদের ‘ফ্রন্টলাইন কর্মী’ হিসেবে চিহ্নিত করেনি, তবু বহু রাজ্যই শিক্ষকদেরও টিকার ক্ষেত্রে অগ্রাধিকার দিয়েছে। আসলে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা স্কুল খোলার ক্ষেত্রে শিক্ষকদের ভূমিকার কথা মাথায় রেখেই এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।

এর আগে ইউনেস্কো ভারত-সহ সমস্ত দেশের কাছেই আরজি জানিয়েছে শিক্ষকদের টিকাকে অগ্রাধিকার দেওয়ার জন্য। তবে তাদের আরজি জানানো সত্ত্বেও ১৯৭টি দেশের মধ্যে মাত্র ২১টি দেশই তা দিয়েছে বলে দাবি ইউনেস্কোর। উল্লেখ্য, টিকাকরণের গতি বাড়িয়ে সংক্রমণ ঠেকানোর প্রয়াস জারি রয়েছে দেশজুড়ে। দেশে এখনও পর্যন্ত প্রায় ৫৯ কোটি ৫৫ হাজারেরও বেশি ভ্যাকসিন দেওয়া হয়েছে। যার মধ্যে গত ২৪ ঘণ্টাতেই ভ্যাকসিন দেওয়া হয়েছে ৬১ লক্ষের বেশি। সেই সঙ্গে রোগী চিহ্নিত করতে অব্যাহত টেস্টিং প্রক্রিয়াও।

[আরও পড়ুন: ধর্ষণে অভিযুক্ত IIT পড়ুয়া ‘রাজ্যের ভবিষ্যৎ’, আজব যুক্তি দেখিয়ে জামিন দিল আদালত]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement