সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লোকসভা নির্বাচন সামনে আসতেই এবার সরকারি কর্মীদের পেনশন বাড়ানোর সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় অর্থমন্ত্রক। এখন থেকে ন্যাশনাল পেনশন স্কিমে সরকারের অনুদান ১০ শতাংশ থেকে বেড়ে হচ্ছে ১৪ শতাংশ। শুধু তাই নয়, ন্যাশনাল পেনশন স্কিম থেকে টাকা তোলার ক্ষেত্রেও নিয়মে অনেকটা শিথিলতা এনেছে অর্থমন্ত্রক।
সোমবার অর্থমন্ত্রকের জরুরি বৈঠকে শেষে একথা জানান অর্থমন্ত্রী অরুণ জেটলি। এখন থেকে জাতীয় পেনশন স্কিমে সরকারের পক্ষ থেকে ১৪ শতাংশ অনুদান দেওয়া হবে। এতদিন ১০ শতাংশ অনুদান দিত কেন্দ্র। অনুদান বৃদ্ধির পাশাপাশি জাতীয় পেনশন স্কিমে টাকা তোলার ক্ষেত্রেও বড় ছাড় দেওয়ার ঘোষণা করেছেন জেটলি। জানিয়েছেন, এখন থেকে গোটা মূলধনের ৬০ শতাংশ টাকা তুলে নিলে কোনও কর দিতে হবে না। টাকা তোলার ফাইনও লাগবে না। অর্থমন্ত্রী জানিয়েছেন, ন্যাশনাল পেনশন স্কিম বা এনপিএস-এর গ্রহণযোগ্যতা বাড়াতেই এই সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। এই প্রকল্পগুলিকে আরও আকর্ষণীয় করে সেরা মেধাবীরা সরকারি চাকরির দিকে ঝোঁক বাড়ানোই কেন্দ্রের প্রধান লক্ষ্য। বর্তমানে এনপিএসের অধীনে জমা ৪০ শতাংশ টাকা কোনও কর বা ফাইন না দিয়ে তোলা যায়। বাকি ৬০ শতাংশ টাকা তোলা যায় অবসরের পর। তাঁর জন্যও কর দিতে হত।
রাজনৈতিক মহলের ধারণা, ভোটের আগে এই সিদ্ধান্ত কেন্দ্রের মাস্টারস্ট্রোক হতে পারে। তবে এর ফলে ১৮ লক্ষ সরকারি কর্মচারি উপকৃত হবেন। এই প্রকল্পের জন্য বার্ষিক ২ হাজার ৮৪০ কোটি টাকা অতিরিক্ত খরচ হবে কেন্দ্রের।
Arun Jaitley, Finance Minister: Cabinet decided that some changes will be made under National Pension Scheme (NPS); Central Govt contribution will be raised to 14% from existing 10% in NPS. Entire 60% of withdrawals from NPS will now be tax-free. pic.twitter.com/AClY7DlMfO
— ANI (@ANI) December 10, 2018
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.