Advertisement
Advertisement

Breaking News

বড়দিন থেকে ক্যাশলেস লেনদেনে থাকছে বিশেষ অফার

বড়দিনে দিল্লিতে কেন্দ্রীয় রবিশঙ্কর প্রসাদ এই ড্রয়ের উদ্বোধন করবেন৷

Govt to launch lucky draw schemes on e-payment on chrismas eve
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 24, 2016 2:40 pm
  • Updated:August 12, 2021 6:10 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বড়দিনকে আরও আকর্ষণীয় করে তুলতে দেশবাসীর জন্য একগুচ্ছ অফার নিয়ে হাজির হচ্ছে কেন্দ্র৷ লাকি গ্রাহক যোজনা এবং ডিজিধন ব্যাপারী স্কিমের আওতায় বড়দিনের কেনাকাটার উপর ক্রেতারা পাবেন বিশেষ পুরস্কার৷ লাকি ড্রয়ের মাধ্যমে বেছে নেওয়া হবে পুরস্কারের বিজেতাকে৷

গত ৮ নভেম্বর পুরনো ৫০০ এবং ১০০০ টাকার নোট বাতিলের কথা ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ তারপর থেকেই কালো টাকা রুখতে দেশে ক্যাশলেস লেনদেন বাড়ানোর ডাক দিয়েছেন তিনি৷ বর্তমানে ভারতের বিভিন্ন প্রান্তে নগদে লেনদেনের মাত্রা কমে বেড়েছে কার্ড এবং অনলাইন পেমেন্টের ব্যবহার৷ আম আদমির সেই অভ্যেসকে আরও উৎসাহ দিতে ক্যাশলেস কেনাকাটায় ক্যাশব্যাক অফার চালু করা হল৷ ২৫ ডিসেম্বর থেকে ১৪ এপ্রিল পর্যন্ত চলবে এই অফার৷ অর্থাৎ আগামী ১০০ দিনে দেশের ১০০টি শহরে ১৫ হাজার গ্রাহক ক্যাশলেস লেনদেনে ১০০০ টাকা পর্যন্ত ফেরত পাবেন৷ এ কথা আগেই ঘোষণা করেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি৷ বড়দিনে দিল্লিতে তথ্যপ্রযুক্তি মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ এই ড্রয়ের উদ্বোধন করবেন৷

Advertisement

পেট্রোল পাম্প, জাতীয় সড়ক, রেলের টিকিট কাউন্টারের মতো জায়গাগুলিতে অনলাইন পেমেন্টের মাধ্যমে লাকি ড্র জেতার সুযোগ পাবেন সাধারণ মানুষ৷ ডিজিধন ব্যাপারী যোজনায় সপ্তাহে ৭ হাজার বিজেতাকে পুরস্কার দেওয়া হবে সর্বাধিক ৫০ হাজার টাকা৷ শুধু তাই নয়, ডিজিধন ব্যাপারী যোজনা ও লাকি গ্রাহক ব্যাপারী যোজনায় দৈনিক, সাপ্তাহিক মেগা পুরস্কার থাকছে ১ কোটি টাকা পর্যন্ত৷ এমনকি ৫০ টাকা থেকে ৩০০০ হাজার টাকার মত স্বল্প মূল্যের কেনাকেটাতেও এই সুযোগ থাকছে৷ সরকারের এই খাতে খরচ হচ্ছে ৩৪০ কোটি টাকা৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ