সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কৃষক আন্দোলনকে সমর্থন করেছেন পপ তারকা রিহানা, পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গ। পালটা টুইট করেন শচীন তেন্ডুলকর, লতা মঙ্গেশকররা। এরপরই সোশ্যাল মিডিয়ায় তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। অভিযোগ উঠছে, সরকার নিজেদের দিকে সমর্থন টানতে শচীন-লতাদের টুইট করতে বাধ্য করেছিল সরকার। এবার সেই অভিযোগ শোনা গেল মহারাষ্ট্র নবনির্মাণ সেনা প্রধান রাজ ঠাকরের (Raj Thackrey) গলাতেও। কার্যত তাঁকে সমর্থন করেছেন এনসিপি প্রধান শরদ পাওয়ারও (Sharad Pawar)।
রাজ ঠাকরের কথায়, “সরকারের অবস্থানকে সমর্থন করে লতা মঙ্গেশকর, শচীন তেণ্ডুলকরের মতো বিশিষ্ট ব্যক্তিত্বদের টুইট করতে বাধ্য করা উচিত হয়নি কেন্দ্রের। এতে তাঁদের সম্মানহানি হচ্ছে। ওঁরা ভারতরত্ন সম্মানে সম্মানিত।” মহারাষ্ট্র নবনির্মাণ সেনা (MNS) প্রধানের কটাক্ষ, রিহানা-গ্রেটাদের মোকাবিলায় কেন্দ্রের সমর্থনে গলা ফাটানোর জন্য অক্ষয় কুমারের মতো অভিনেতাই যথেষ্ট ছিল।
#WATCH | Govt shouldn’t have asked big personalities like Sachin Tendulkar & Lata Mangeshkar to tweet in support of its stand & put their reputation at stake. They’re recipients of Bharat Ratna. Actors like Akshay Kumar were enough for this task: MNS chief Raj Thackeray (06.02) pic.twitter.com/TPpJSQ7cAN
— ANI (@ANI) February 7, 2021
প্রায় একই সুর শোনা গিয়েছে এনসিপি প্রধান শরদ পওয়ারের গলাতেও। তাঁর কথায়, “কৃষকদের খলিস্তানি বা সন্ত্রাসবাদী বলার অধিকার সরকারের নেই। ওঁরা আমাদের প্রতিপালন করেন। ভারতীয় তারকাদের প্রতিক্রিয়া নিয়ে অনেকেই ক্ষিপ্ত। তাই শচীনদের উচিৎ অন্য কোনও বিষয়ে কথা বলার আগে একটু ভাবনাচিন্তা করা।” এ নিয়ে শরদ পওয়ারকে পালটা বিঁধেছেন বিজেপি সাংসদ মীনাক্ষি লেখি। তাঁর কথায়, শরদ পওয়ার নিশ্চয়ই রিহানা-গ্রেটা-মিয়া খলিফাদেরও একই পরামর্শ দেবেন।
How I feel his advice was made available to Mia Khalifa, Rihanna & Greta Thunberg ! I was also thinking what about knowing & yet not speaking, since he has been a former Agriculture Minister, worked with APMC’s , issued letters in favour of reforms…. https://t.co/MLJ1XA5LHx
— Meenakashi Lekhi (@M_Lekhi) February 6, 2021
প্রসঙ্গত, কৃষি আইন প্রত্যাহারের দাবিতে দিল্লি সীমানায় লাগাতার দু’মাস ধরে বিক্ষোভ দেখাচ্ছেন কৃষকরা। তাঁদের সমর্থনে মুখ খুলেছেন বিদেশি তারকারা। এ নিয়ে পালটা প্রতিক্রিয়া দিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তাঁর কথায়, বহু তারকা এমন অনেক বিষয়ে কথা বলছেন যে বিষয়ে তাঁরা অনেক কিছু জানেন না। গ্রেটা থুনবার্গের শেয়ার করা টুল কিট তার হাতে গরম প্রমাণ। উল্লেখ্য, দিন কয়েক আগে গ্রেটা থুনবার্গ কৃষক আন্দোলন নিয়ে একটি টুল কিট শেয়ার করেছিলেন। যেটা আবার খলিস্তানি আন্দোলনকারীদের তৈরি করা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.