Advertisement
Advertisement
Raj Thackeray

সরকারের সমর্থনে শচীন-লতাদের টুইট করতে বাধ্য করেছে কেন্দ্র, ঘুরিয়ে কটাক্ষ রাজ ঠাকরের

শরদ পওয়ারের গলাতেও এক সুর।

Govt shouldn't have put Lata, Sachin's reputation at stake says Raj Thackeray | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:February 7, 2021 10:45 am
  • Updated:February 7, 2021 11:33 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কৃষক আন্দোলনকে সমর্থন করেছেন পপ তারকা রিহানা, পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গ। পালটা টুইট করেন শচীন তেন্ডুলকর, লতা মঙ্গেশকররা। এরপরই সোশ্যাল মিডিয়ায় তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। অভিযোগ উঠছে, সরকার নিজেদের দিকে সমর্থন টানতে শচীন-লতাদের টুইট করতে বাধ্য করেছিল সরকার। এবার সেই অভিযোগ শোনা গেল মহারাষ্ট্র নবনির্মাণ সেনা প্রধান রাজ ঠাকরের (Raj Thackrey) গলাতেও। কার্যত তাঁকে সমর্থন করেছেন এনসিপি প্রধান শরদ পাওয়ারও (Sharad Pawar)। 

রাজ ঠাকরের কথায়, “সরকারের অবস্থানকে সমর্থন করে লতা মঙ্গেশকর, শচীন তেণ্ডুলকরের মতো বিশিষ্ট ব্যক্তিত্বদের টুইট করতে বাধ্য করা উচিত হয়নি কেন্দ্রের। এতে তাঁদের সম্মানহানি হচ্ছে। ওঁরা ভারতরত্ন সম্মানে সম্মানিত।” মহারাষ্ট্র নবনির্মাণ সেনা (MNS) প্রধানের কটাক্ষ, রিহানা-গ্রেটাদের মোকাবিলায় কেন্দ্রের সমর্থনে গলা ফাটানোর জন্য অক্ষয় কুমারের মতো অভিনেতাই যথেষ্ট ছিল।

Advertisement

[আরও পড়ুন : সন্ত্রাসে মদতের দায়ে হাফিজ সইদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করল দিল্লির আদালত]

প্রায় একই সুর শোনা গিয়েছে এনসিপি প্রধান শরদ পওয়ারের গলাতেও। তাঁর কথায়, “কৃষকদের খলিস্তানি বা সন্ত্রাসবাদী বলার অধিকার সরকারের নেই। ওঁরা আমাদের প্রতিপালন করেন। ভারতীয় তারকাদের প্রতিক্রিয়া নিয়ে অনেকেই ক্ষিপ্ত। তাই শচীনদের উচিৎ অন্য কোনও বিষয়ে কথা বলার আগে একটু ভাবনাচিন্তা করা।” এ নিয়ে শরদ পওয়ারকে পালটা বিঁধেছেন বিজেপি সাংসদ মীনাক্ষি লেখি। তাঁর কথায়, শরদ পওয়ার নিশ্চয়ই রিহানা-গ্রেটা-মিয়া খলিফাদেরও একই পরামর্শ দেবেন।

প্রসঙ্গত, কৃষি আইন প্রত্যাহারের দাবিতে দিল্লি সীমানায় লাগাতার দু’মাস ধরে বিক্ষোভ দেখাচ্ছেন কৃষকরা। তাঁদের সমর্থনে মুখ খুলেছেন বিদেশি তারকারা। এ নিয়ে পালটা প্রতিক্রিয়া দিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তাঁর কথায়, বহু তারকা এমন অনেক বিষয়ে কথা বলছেন যে বিষয়ে তাঁরা অনেক কিছু জানেন না। গ্রেটা থুনবার্গের শেয়ার করা টুল কিট তার হাতে গরম প্রমাণ। উল্লেখ্য, দিন কয়েক আগে গ্রেটা থুনবার্গ কৃষক আন্দোলন নিয়ে একটি টুল কিট শেয়ার করেছিলেন। যেটা আবার খলিস্তানি আন্দোলনকারীদের তৈরি করা।

[আরও পড়ুন : কৃষি আইন নিয়ে মন্তব্য করে বিপাকে রিহানা, পপ তারকার বিরুদ্ধে শিশুশ্রমিক নিয়োগের অভিযোগ NGO’র]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement