Advertisement
Advertisement
Daily wage Earners

তিন বছরে দেশে ১ লক্ষের বেশি দিনমজুর আত্মঘাতী, সংসদে স্বীকার কেন্দ্রীয় মন্ত্রীর

তিন বছরে কৃষিক্ষেত্রে যুক্ত ৩১,৮৩৯ জন আত্মহত্যা করেছেন।

Govt says 1.12 lakh daily wage earners committed suicide in 2019-21 | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:February 13, 2023 7:48 pm
  • Updated:February 14, 2023 10:16 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লোকসভায় এক প্রশ্নোত্তর পর্বে ন্যাশনাল ক্রাইম ব্যুরোর (National Crime Bureau) পরিসংখ্যান প্রকাশ্যে আনলেন কেন্দ্রীয় শ্রমমন্ত্রী ভূপেন্দর যাদব (Bhupender Yadav)। স্বীকার করলেন, ২০১৯ থেকে ২১’ এই তিন বছরে ১ লক্ষ ১২ হাজার দৈনিক দিনমজুর আত্মঘাতী হয়েছেন। এই পরিসংখ্যান ভয় ধরানো বলেই মনে করছেন সমাজতত্ত্ববিদরা।

উল্লেখ্য, ২০১৯ থেকে দেশে প্রবল মন্দা দেখা দেয় দেশে। পরবর্তীকালে কোভিডের প্রকোপে কাজ হারান অসংখ্য মানুষ। কোভিড পরবর্তীকালে তাঁরা অনেকেই আগের পরিস্থিতিতে ফিরতে পারেননি। এই অবস্থায় আত্মহত্যার পথ বেছে নেন অসংখ্য মানুষ। ভূপেন্দর আরও জানিয়েছেন, এই সময়পর্বেই ৬৬, ৯১২ গৃহবধূ, ৫৩,৬৬১ স্ব-নিযুক্ত ব্যক্তি, ৪৩,৪২০ জন বেতনভুক ব্যক্তি আত্মহত্যা করেছেন। এছাড়াও ২০১৯ থেকে ২১’-এর মধ্যে ৩৫,৯৫০ জন পড়ুয়া, কৃষিক্ষেত্রের যুক্ত ৩১,৮৩৯ জন শ্রমিক আত্মহত্যা করেছেন। যদিও আত্মহত্যা সংক্রান্ত মর্মান্তিক পরিসংখ্যান দেওয়ার পাশাপাশি কেন্দ্রীয় মন্ত্রী দাবি করেন, অসংগঠিত শ্রমিক সামাজিক নিরাপত্তা আইন ২০০৮ অনুসারে সরকার অসংগঠিত শ্রমিকদের সামাজিক নিরাপত্তা দিতে বদ্ধপরিকর। এর মধ্যে রয়েছে স্বাস্থ্য সুরক্ষা, মাতৃত্ব সুবিধা, বার্ধক্য সুরক্ষা ইত্যাদি।

Advertisement

[আরও পড়ুন: আনাজপাতির দাম আগুন, চিন্তা বাড়িয়ে ৩ মাসের মধ্যে ফের ঊর্ধ্বমুখী খুচরো মুদ্রাস্ফীতির হার]

মন্ত্রী জানান, প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা এবং প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনায় সুবিধা পেয়ে থাকেন দিন মজুররা। জীবন জ্যোতি বিমা যোজনার সুরক্ষা পেয়ে থাকেন ১৮ থেকে ৫০ বছর বয়সি ব্যক্তিরা। কোনও ব্যক্তির মৃত্যু হলে এককালীন ২ লক্ষ টাকা সাহায্য পাবে পরিবার। এর জন্য বছরে মাত্র ৪৩৬ টাকা ব্যাংক অ্যাকাউন্ট থেকে কেটে নেয় ব্যাংক বা পোস্ট অফিস। প্রশ্ন উঠছে, সরকার পাশে দাঁড়ালে এত মানুষ আত্মঘাতী হবেন কেন?

[আরও পড়ুন: ‘BJP টাকা দিতে এলে নিজেদের দর বাড়ান’, ত্রিপুরায় ভোটারদের পরামর্শ অভিষেকের]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement