Advertisement
Advertisement

Breaking News

গয়না শিল্পে কর তুলে নিল কেন্দ্রীয় সরকার

গয়না ব্যবসায়ী ও সাধারণ ক্রেতা উভয়ের জন্যই খুশির খবর আনল কেন্দ্র৷ ২০১৬-১৭ অর্থবর্ষের বাজেটে রুপো ছাড়া যে কোনও ধাতুর গয়নার উপর এক শতাংশ আবগারি শুল্ক আরোপ করেছিল কেন্দ্র৷

Govt rolls back 1% tax on cash purchase of gold jewellery

ছবি: প্রতীকী।

Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 1, 2016 9:43 am
  • Updated:August 12, 2021 6:00 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গয়না ব্যবসায়ী ও সাধারণ ক্রেতা উভয়ের জন্যই খুশির খবর আনল কেন্দ্র৷ ২০১৬-১৭ অর্থবর্ষের বাজেটে রুপো ছাড়া যে কোনও ধাতুর গয়নার উপর এক শতাংশ আবগারি শুল্ক আরোপ করেছিল কেন্দ্র৷ এদিন সেই সিদ্ধান্ত প্রত্যাহার করে নিল মোদি সরকার৷ সরকারের এই সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করেছে স্বর্ণ ব্যবসায়ীদের বিভিন্ন সংগঠন৷ তবে স্বর্ণ শিল্পে কর উঠলেও বুধবার অর্থাৎ ১ জুন থেকে বাজেটে প্রস্তাবিত ০.৫ শতাংশ ‘কৃষি কল্যাণ সেস’ চালু হচ্ছে৷

বাজেটে কর আরোপের ওই প্রস্তাবের বিরু‌দ্ধে পথে নেমেছিল স্বর্ণব্যবসায়ীদের সমস্ত সংগঠন৷ ওই সিদ্ধান্তের প্রতিবাদে একটানা ৪৫ দিন কর্মবিরতি পালন করেছিল স্বর্ণশিল্পী এবং স্বর্ণ ব্যসায়ীদের সংগঠন৷ ফলে রাজ্যের প্রায় সর্বত্র সব সোনার দোকান একটানা দেড় মাস বন্ধ ছিল৷ মঙ্গলবার কর আরোপের সেই সিদ্ধান্তই প্রত্যাহার করল সরকার৷ উল্লেখ্য, এর আগে ২০১২ সালেও গয়নার দামের উপর আবগারি শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়েছিল তৎকালীন ইউপিএ সরকার৷ কিন্তু সেবারও স্বর্ণশিল্প সংগঠনের চাপে পিছু হটতে হয়েছিল মনমোহন সিংয়ের সরকারকে৷

Advertisement

অন্যদিকে বুধবার অর্থাৎ ১ জুন থেকে বাজেটে প্রস্তাবিত ০.৫ শতাংশ ‘কৃষি কল্যাণ সেস’ চালু হচ্ছে৷ ২০১৬-১৭ অর্থবর্ষের বাজেটে এই ‘কৃষি কল্যাণ সেস’ চালু করার কথা ঘোষণা করেছিলেন অর্থমন্ত্রী অরুণ জেটলি৷ ‘কৃষি কল্যাণ সেস’ চালু হওয়ার ফলে ১ জুন থেকে প্রতিটি করযোগ্য জিনিসের উপর সাধারণ মানুষকে ০.৫ শতাংশ অতিরিক্ত অর্থ প্রদান করতে হবে৷ অর্থাৎ ১০০ টাকায় অতিরিক্ত ৫০ পয়সা কর গুনতে হবে আম জনতাকে৷ রেস্তোরাঁ, মোবাইল ফোনের বিল, রেল, বিমানের টিকিট, সিনেমা, স্পা, ব্যাঙ্কের মাধ্যমে টাকার লেনদেন-সহ বিভিন্ন পরিষেবার ক্ষেত্রে এই অতিরিক্ত সেস বা পরিষেবা কর দিতে হবে৷ ‘কৃষি কল্যাণ সেস’ চালু হওয়ার ফলে এখন পরিষেবা করের পরিমাণ বেড়ে হল ১৫ শতাংশ৷ ‘কৃষি কল্যাণ সেস’ থেকে যে অর্থ রাজকোষে আসবে তা কৃষি ও কৃষকের উন্নয়নে ব্যয় করা হবে বলে জেটলি জানিয়েছেন৷ এই সেস থেকে বছরে পাঁচ হাজার কোটি টাকা অতিরিক্ত অর্থ আদায় হবে বলে অর্থমন্ত্রীর অনুমান৷ এদিকে ট্রেনের এসি প্রথম, দ্বিতীয় ও তৃতীয়র মূল ভাড়ার উপরও ০.৫ শতাংশ কৃষি কল্যাণ সেস বসবে৷ অন্যদিকে, দু’লক্ষ টাকার বেশি পণ্য ক্রয় ও পরিষেবার ক্ষেত্রে এবার থেকে এক শতাংশ কর দিতে হবে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement