Advertisement
Advertisement

প্রস্তুত ২১জন মোস্ট ওয়ান্টেড জঙ্গির তালিকা, নিকেশে নামছে ভারতীয় সেনা

কোন কোন জঙ্গির নাম রয়েছে তালিকায়?

Govt releases most wanted list of Kashmir terrorists
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 22, 2018 7:58 pm
  • Updated:June 22, 2018 7:58 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জঙ্গিদের মূল থেকে উপড়ে খেলতে উপত্যকায় তাঁদের জাল আরও বিস্তার করছেন সেনা ও এনএসজি কমান্ডোরা৷ সূত্রের খবর, উপত্যকার বুকে কাজ চালিয়ে যাওয়া ২১ জন ‘মোস্ট ওয়ান্টেড’ জঙ্গির নামের তালিকা ইতিমধ্যেই তৈরি করে ফেলেছেন তাঁরা৷ পাকিস্তান থেকে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করে উপত্যকাকেই তাঁদের স্বর্গ রাজ্য বানিয়ে ফেলেছে এই সমস্ত সন্ত্রাসীরা৷ ফলে তাঁদের খতম করলেই কাশ্মীরে নাশকতার মাঝা ভেঙে দেওয়া যাবে বলে মনে করছে কেন্দ্র৷

[খতম শীর্ষ আইএস কমান্ডার, উপত্যকায় জঙ্গি দমনে সেনার বিরাট সাফল্য]

Advertisement

গত কয়েকদিনে জম্মু-কাশ্মীরে গর্ত থেকে বের করে খতম করা হয়েছে একাধিক জঙ্গিকে৷ এক আইএস জঙ্গি-সহ শুক্রবারও উপত্যকায় সেনার গুলিতে মারা পড়েছে চার সন্ত্রাসী৷ এমত পরিস্থিতিতে এবার খুঁজে খুঁজে ওই ২১ জন তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসীকে খতম করার কাজ শুরু করতে চলেছে সেনা৷ সূত্রের খবর, সেনার তালিকায় রয়েছে হিজবুল মুজাহিদিনের ১১ জন, লস্কর-ই-তইবার সাতজন, জইস-ই-মহম্মদের দুইজন এবং আনসার-উল-হিন্দ ও আইএস জম্মু-কাশ্মীরের একজন করে শীর্ষ জঙ্গি নেতার নাম৷ গুরুত্বের বিচারে মূলত তিনটি ভাগে ভাগ করা হয়েছে এদের এ, এ+ ও এ++৷

২১ জঙ্গি নেতা নামের তালিকা:

হিজবুল মুজাহিদিন: আসরাফ মৌলভি(এ+), আলতাফ আহমেদ ডর (এ++), মহম্মদ আব্বাস শেখ (এ+), উমর মজিদ গানাই (এ++), সইফুল্লাহ মির (এ), জিনাত-উল-ইশলাম (এ++), রিয়াজ আহমেদ নাইকো (এ++), লতিফ আহমেদ ডর (এ), উমর ফৌয়জ লোনে (এ), মানান ওয়ানি (এ) ও জিনেইদ আসরাফ সেহরাই (এ)৷

লস্কর-ই-তইবা: আবু মুসলিম (এ+), মহম্মদ ভা (এ+), আদাজ আহমেদ মালিক (এ), শাহকুর আহমেদ ডর (এ+), মহম্মদ নভিদ জাড (এ+), রিয়াজ আহমেদ ডর (এ), মুস্তাক আহমেদ মির (এ++)৷

জইস-ই-মহম্মদ: জাহিদ আহমেদ ওয়ানি ও মুদাসির আহমেদ খান৷

আনসার-উল-হিন্দ: জাকির রশিদ ভাট৷

আইএস জম্মু-কাশ্মীর: দাউদ আহমেদ সোফি৷

[২০১৯-এ তিনশোর বেশি আসন নিয়ে সরকার গড়ব, আত্মবিশ্বাসী পীযূষ গোয়েল]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement