সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডের পর এবার স্বল্প সঞ্চয়ে সুদের হার সামান্য পরিমাণে বাড়াল সরকার। পোস্ট অফিসের একাধিক স্মল সেভিংস স্কিমে (Small Savings Scheme) সুদের হার ০.১ শতাংশ থেকে ০.৭ শতাংশ পর্যন্ত বাড়ানো হল। যার ফলে বহু মধ্যবিত্ত উপকৃত হবেন।
পোস্ট অফিসের সবচেয়ে জনপ্রিয় দুটি স্কিম সেভিংস ডিপোজিট (Savings Deposite) এবং পাবলিক প্রভিডেন্ট ফান্ডে সুদের হার বাড়ানো হয়নি। আগের মতো PPF-এ ৭.১ শতাংশ এবং সেভিংস ডিপোজিটে ৪ শতাংশ হারেই সুদ মিলবে। তবে বাকি বেশিরভাগ স্কিমেই সুদ বেড়েছে। সুদের হার সবচেয়ে বেশি বেড়েছে ন্যাশনাল সেভিংস স্কিমে। NSC-তে সুদের হার ৭ শতাংশ থেকে বাড়িয়ে ৭.৫ শতাংশ করা হয়েছে।
অন্যান্য স্কিমের মধ্যে সুকন্যা সমৃদ্ধি যোজনায় সুদের হার ৭.৬ শতাংশ থেকে বাড়িয়ে ৮ শতাংশ করা হল। সিনিয়র সিটিজেনদের (Senior Citizen) সেভিংস স্কিম এবং কিষান বিকাশ পত্রেও বেড়েছে সুদের হার। এই দুটি স্কিমেই সুদের হার বেড়েছে ০.২ শতাংশ। সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে এখন থেকে সুদ মিলবে ৮.২ শতাংশ আর KVP-তে সুদ মিলবে ৭.৬ শতাংশ। কিষান বিকাশ পত্রের মেয়াদও আগের থেকে কমিয়ে ১২০ মাসের জায়গায় ১১৫ মাস করা হয়েছে। মান্থলি ইনকাম স্কিম অর্থাৎ MIS-এর সুদও ৩০ বেসিস পয়েন্ট বাড়িয়ে ৭.৪ শতাংশ করা হয়েছে।
মূল্যবৃদ্ধির বাজারে এই সুদের হার বৃদ্ধি মধ্যবিত্তর জন্য সামান্য হলেও স্বস্তির কারণ হতে পারে। কারণ এর ফলে খানিকটা হলেও বাড়বে সঞ্চয়ের প্রবণতা। যা পরোক্ষে বাজারের চাহিদা কমিয়ে মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ করতে পারে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.