Advertisement
Advertisement

Breaking News

বেদ পঠনপাঠনে দেশে এবার চালু হচ্ছে নয়া বোর্ড

বেদ নিয়ে সচেতনতা প্রসারে বিভিন্ন কর্মসূচি নেওয়া হলেও, এই প্রথমবার বৈদিক শিক্ষা বোর্ড চালুর পরিকল্পনা নেওয়া হল৷

Govt Plans to set up new board for Vedic Education
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 23, 2016 5:30 pm
  • Updated:May 23, 2016 5:48 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সংস্কৃত এ দেশের অধিকাংশ বোর্ডেই ঐচ্ছিক বিষয় হয়ে গিয়েছে৷ অথচ বেদ থেকে উপনিষদ সবই দেবনাগরী ভাষায় লেখা৷ ভাষার কারণে এবং ইচ্ছের অভাবেই বেদ পঠনপাঠন প্রায় উঠেই গিয়েছে৷ এ সমস্যা দূর করতে নতুন পদক্ষেপ নিতে চলেছে সরকার৷ এবার বেদ পঠনের জন্য তৈরি হতে চলেছে আলাদা বোর্ড৷

বেদ নিয়ে সচেতনতা প্রসারে বিভিন্ন কর্মসূচি নেওয়া হলেও, এই প্রথমবার বৈদিক শিক্ষা বোর্ড চালুর পরিকল্পনা নেওয়া হল৷ উজ্জয়িনীতে মহর্ষি সন্দীপনি রাষ্ট্রীয় বেদ বিদ্যা প্রতিষ্ঠানের অধীনে এই বোর্ড তৈরির পরিকল্পনা নিয়েছে মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক৷ পুরো পরিকল্পনার বাস্তব রূপায়ণের জন্য প্রাথমিকভাবে পাঁচ সদস্যের একটি কমিটিও গঠন করা হয়েছে৷ মন্ত্রকের তরফে আপাতত ৬ কোটি টাকা নির্ধারিত করা হয়েছে এ কাজে৷

Advertisement

বেদ বিদ্যা প্রতিষ্ঠানে এখনই প্রায় ১০ হাজার ছাত্র পড়াশোনা করেন৷ মন্ত্রকের অনুমান আরও প্রায় ৪০ হাজার ছাত্র বেদ পঠনপাঠনে আগ্রহী হতে পারেন৷ আলাদা বোর্ড থাকলে তাঁদের এ বিষয়ে পড়াশোনা৷ এর আগে বাবা রামদেব বেদ পড়ানোর প্রস্তাব এনেছিলেন৷ কিন্তু তাঁর আবেদন খারিজ হয়েছিল৷ পরে দেশের সংস্কৃত বিশেষজ্ঞ ও গুরুকুলের পণ্ডিতরা দেখা করেন স্মৃতি ইরানির উপদেষ্টার সঙ্গে৷ তারপরই এই নয়া বোর্ড গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়৷ সিবিএসই-র সমমানের করে তৈরি করা হচ্ছে এই বোর্ড৷ আপাতত একটি প্রতিষ্ঠান থেকে কাজ শুরু হলেও আরও বেশ কয়েকটি স্কুল স্থাপনেরও পরিকল্পনা আছে মন্ত্রকের৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement