সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘অটল জল’ প্রকল্পের পর দেশের প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ীর জন্মদিনে আরও একটি বড়সড় ঘোষণা করল কেন্দ্র সরকার। নামকরণ হল মানালি-লে রোটাং পাসের নতুন টানেলের। টানেলের বর্তমান নাম রাখা হল বাজপেয়ীর নামে। ২৫ ডিসেম্বর, এই ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
বুধবার বিজ্ঞান ভবনে বক্তব্য রাখতে গিয়ে দু’টি প্রকল্পের ঘোষণা করেন প্রধানমন্ত্রী। একটি ‘অটল ভূ-জল যোজনা বা ‘অটল জল’ আর অন্যটি নতুন টানেলের নামকরণ। হিমাচল প্রদেশের রোটাং পাসে এই টানেলের পরিকল্পনা হয় ২০০০ সালের ৩ জুন। তখন প্রধানমন্ত্রীর কুরসিতে ছিলেন অটল বিহারি বাজপেয়ী। প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে, কেন্দ্রীয় সরকার দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর কৃতীত্বকে সম্মান জানানোর জন্য টানেলের নাম তাঁর নামে রাখার সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার মন্ত্রিসভায় এই সিদ্ধান্তের কথা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ, ২৫ ডিসেম্বর থেকে মানালি-লেহ টানেলের নাম হল ‘অটল টানেল’।
৮.৮ কিলোমিটার লম্বা এই টানেলটি ৩ হাজার মিটার উচ্চতায় বিশ্বের দীর্ঘতম টানেল। এটি মানালি থেকে লেহ পর্যন্ত রাস্তা ৪৬ কিলোমিটার পর্যন্ত কমিয়ে এনেছে। এই টানেলের মাধ্যমে হিমাচল প্রদেশ ও লাদাখের প্রত্যন্ত সীমান্তবর্তী অঞ্চলের সঙ্গে যোগাযোগ সহজে করা যাবে বলে জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক। এর ফলে পরিবহণের ক্ষেত্রে অনেক অর্থ সঞ্চয় হবে বলেও জানানো হয়েছে।
এছাড়া এদিন ‘অটল ভূ-জল যোজনা বা ‘অটল জল’ প্রকল্পের সূচনা করেন প্রধানমন্ত্রী মোদি। আগামী পাঁচ বছর দেশের সাতটি রাজ্যের ৮,৩৫০টি গ্রামে এবং ৭৮টি জেলায় এই প্রকল্প চালাবে কেন্দ্র। এই প্রকল্পের জন্য ৬০০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। যার মধ্যে ৫০ শতাংশ অর্থ বিশ্বব্যাংকের তরফে ঋণ হিসেবে দেওয়া হবে। বাকি অর্থ দেবে কেন্দ্র।
উল্লেখ্য, আজ বুধবার ২৫ ডিসেম্বর অটলবিহারী বাজপেয়ীর জন্মদিন। এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লখনউয়ের লোকভবনে তাঁর একটি ২৫ ফুট উঁচু মূর্তি উদ্বোধন করবেন। লখনউ থেকে অটলবিহারী বাজপেয়ী পাঁচবার লোকসভা আসনে জিতেছিলেন। সেই জন্যই লখনউয়ে তাঁর জন্মবার্ষিকীতে এই মূর্তি স্থাপন করা হয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.