সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আসন্ন ১৫ আগস্ট, স্বাধীনতা দিবসে ব্যাপক ‘ক্যাশব্যাক অফার’ দেওয়ার কথা ভাবছে কেন্দ্র। নোট বাতিলের ক্ষতে মলম দিতেই সম্ভবত এই নয়া ভাবনাচিন্তা। যাঁরা ‘ভারত ইন্টারফেস ফর মানি’ বা ‘ভীম’ অ্যাপ ব্যবহার করে ‘ক্যাশলেস’ লেনদেন করেন, তাঁরা পাবেন এই সুযোগ।
ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া বা NPCI পরিচলিত ‘ভীম’ অ্যাপ ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস বা UPI-নির্ভর একটি পরিষেবা। নোট বাতিলের পর নগদহীন লেনদেনে উৎসাহ দিতে গতবছরের ডিসেম্বরে এই অ্যাপ প্রকাশ্যে আসে। গুগল প্লে স্টোরে জনপ্রিয়তার নিরিখে বহুদিন ধরে ভারতের এক নম্বর এই অ্যাপ এটি।
NPCI-এর সিইও এ পি হোতা একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, আসন্ন ১৫ আগস্ট ‘ভীম’ অ্যাপের একটি নয়া সংস্করণ প্রকাশ্যে আসবে। ওইদিনই ব্যবহারকারীদের ব্যাপক ক্যাশব্যাক দেওয়ার পরিকল্পনা রয়েছে কেন্দ্রের।
A payment partner that takes care of all your banking needs. #Download the BHIM App from Play Store or App Store. #BHIM #DigitalRevolution pic.twitter.com/JidCDSFJlc
— BHIM (@NPCI_BHIM) July 30, 2017
তিনি বলেছেন, ‘আরও বেশি মানুষকে নগদহীন লেনদেনে উৎসাহ দিতে ও এই অ্যাপের ছাতার নিচে আনতে আমরা কেন্দ্রীয় সরকারকে এই প্রস্তাব দিয়েছি। দ্রুতই এই বিষয়ে কেন্দ্রের ছাড়পত্র মিলবে বলে আশা করছি আমরা।’ এই মুহূর্তে ‘ভীম’ অ্যাপ ব্যবহার করে ১০ টাকা থেকে শুরু করে ২৫ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাওয়া যায়। কিন্তু হোতার মতে, নয়া প্রজন্মের গ্রাহকদের কাছে এই অ্যাপকে আরও আকর্ষণীয় করে তুলতে হলে আরও বেশি টাকা ক্যাশব্যাক দিতে হবে।
‘ভীম’-এর সবচেয়ে বড় দুই প্রতিদ্বন্দ্বী ‘পেটিএম’ ও ‘ফোনপে’-র পিছনে রয়েছে আন্তর্জাতিক বিনিয়োগ। ওই দুই অ্যাপেই গ্রাহকদের জন্য লোভনীয় ক্যাশব্যাক অফারের সুযোগ রয়েছে। অন্যদিকে, কোনও ব্যক্তি তাঁর পরিচিতকে ‘ভীম’ অ্যাপ রেফার করে পান ১০ টাকা, যিনি রেফারেল কোড পেয়ে অ্যাপটি ইনস্টল করছেন, তিনি পান ২৫ টাকা ক্যাশব্যাক।
A payment partner that takes care of all your banking needs. #Download the BHIM App from Play Store or App Store. #BHIM #DigitalRevolution pic.twitter.com/wn3h3p30c5
— BHIM (@NPCI_BHIM) July 30, 2017
নোট বাতিলের পর কেন্দ্রীয় অর্থমন্ত্রক নগদহীন লেনদেনে উৎসাহ দিতে ৪৫০ কোটি টাকারও বেশি ‘ইনসেনটিভ’ বরাদ্দ করে। গ্রাহক ও ব্যবসায়ী- দু’পক্ষই নগদহীন লেনদেন করলে বেশ কিছু টাকা ক্যাশব্যাক পান। বি আর আম্বেদকরের জন্মজয়ন্তীতে ১৪ এপ্রিল থেকে আগামী ৬ মাসের জন্য এই ইনসেনটিভ বরাদ্দ হয়। জুন মাসের শেষে, ১ কোটি ৬০ লক্ষ গ্রাহক ‘ভীম’ অ্যাপ ব্যবহার করেন, যাঁদের মধ্যে ৪০ লক্ষ গ্রাহক প্রতিদিন এই অ্যাপ ব্যবহার করেন।
Know your transaction limit per day with BHIM. #BHIMApp #TransactionLimit pic.twitter.com/28qp2kX7Gn
— BHIM (@NPCI_BHIM) July 22, 2017
আসন্ন ১৫ আগস্ট ‘ভীম’ অ্যাপের নয়া ১.৪ ভার্সন আসছে। যার ফলে লেনদেন আরও সহজে করা যাবে বলে দাবি করেছেন এ পি হোতা। এই অ্যাপে রয়েছে ‘ভারত কুইক রেসপন্স’ বা QR Code-এর সুবিধা। যে কোনও দোকানে এই কোড স্ক্যান করে চোখের নিমেষে টাকা মেটানো যায়।
On referring the BHIM App to your friends get a chance to win rewards! #DownloadNow #ReferNow #Rewards #BHIM pic.twitter.com/Y9LEtAltAS
— BHIM (@NPCI_BHIM) July 28, 2017
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.