Advertisement
Advertisement

এই স্বাধীনতা দিবসে ব্যাপক ‘ক্যাশব্যাক অফার’ দেবে মোদি সরকার!

কী করলে মিলবে এই সুযোগ, জেনে নিন এখনই।

Govt mulls cashback bonanza for BHIM users on Independence Day
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 7, 2017 3:14 am
  • Updated:August 7, 2017 3:28 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আসন্ন ১৫ আগস্ট, স্বাধীনতা দিবসে ব্যাপক ‘ক্যাশব্যাক অফার’ দেওয়ার কথা ভাবছে কেন্দ্র। নোট বাতিলের ক্ষতে মলম দিতেই সম্ভবত এই নয়া ভাবনাচিন্তা। যাঁরা ‘ভারত ইন্টারফেস ফর মানি’ বা ‘ভীম’ অ্যাপ ব্যবহার করে ‘ক্যাশলেস’ লেনদেন করেন, তাঁরা পাবেন এই সুযোগ।

ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া বা NPCI পরিচলিত ‘ভীম’ অ্যাপ ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস বা UPI-নির্ভর একটি পরিষেবা। নোট বাতিলের পর নগদহীন লেনদেনে উৎসাহ দিতে গতবছরের ডিসেম্বরে এই অ্যাপ প্রকাশ্যে আসে। গুগল প্লে স্টোরে জনপ্রিয়তার নিরিখে বহুদিন ধরে ভারতের এক নম্বর এই অ্যাপ এটি।

Advertisement

NPCI-এর সিইও এ পি হোতা একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, আসন্ন ১৫ আগস্ট ‘ভীম’ অ্যাপের একটি নয়া সংস্করণ প্রকাশ্যে আসবে। ওইদিনই ব্যবহারকারীদের ব্যাপক ক্যাশব্যাক দেওয়ার পরিকল্পনা রয়েছে কেন্দ্রের।


তিনি বলেছেন, ‘আরও বেশি মানুষকে নগদহীন লেনদেনে উৎসাহ দিতে ও এই অ্যাপের ছাতার নিচে আনতে আমরা কেন্দ্রীয় সরকারকে এই প্রস্তাব দিয়েছি। দ্রুতই এই বিষয়ে কেন্দ্রের ছাড়পত্র মিলবে বলে আশা করছি আমরা।’ এই মুহূর্তে ‘ভীম’ অ্যাপ ব্যবহার করে ১০ টাকা থেকে শুরু করে ২৫ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাওয়া যায়।  কিন্তু হোতার মতে, নয়া প্রজন্মের গ্রাহকদের কাছে এই অ্যাপকে আরও আকর্ষণীয় করে তুলতে হলে আরও বেশি টাকা ক্যাশব্যাক দিতে হবে।

‘ভীম’-এর সবচেয়ে বড় দুই প্রতিদ্বন্দ্বী ‘পেটিএম’ ও ‘ফোনপে’-র পিছনে রয়েছে আন্তর্জাতিক বিনিয়োগ। ওই দুই অ্যাপেই গ্রাহকদের জন্য লোভনীয় ক্যাশব্যাক অফারের সুযোগ রয়েছে। অন্যদিকে, কোনও ব্যক্তি তাঁর পরিচিতকে ‘ভীম’ অ্যাপ রেফার করে পান ১০ টাকা, যিনি রেফারেল কোড পেয়ে অ্যাপটি ইনস্টল করছেন, তিনি পান ২৫ টাকা ক্যাশব্যাক।


নোট বাতিলের পর কেন্দ্রীয় অর্থমন্ত্রক নগদহীন লেনদেনে উৎসাহ দিতে ৪৫০ কোটি টাকারও বেশি ‘ইনসেনটিভ’ বরাদ্দ করে। গ্রাহক ও ব্যবসায়ী- দু’পক্ষই নগদহীন লেনদেন করলে বেশ কিছু টাকা ক্যাশব্যাক পান। বি আর আম্বেদকরের জন্মজয়ন্তীতে ১৪ এপ্রিল থেকে আগামী ৬ মাসের জন্য এই ইনসেনটিভ বরাদ্দ হয়। জুন মাসের শেষে, ১ কোটি ৬০ লক্ষ গ্রাহক ‘ভীম’ অ্যাপ ব্যবহার করেন, যাঁদের মধ্যে ৪০ লক্ষ গ্রাহক প্রতিদিন এই অ্যাপ ব্যবহার করেন।

আসন্ন ১৫ আগস্ট ‘ভীম’ অ্যাপের নয়া ১.৪ ভার্সন আসছে। যার ফলে লেনদেন আরও সহজে করা যাবে বলে দাবি করেছেন এ পি হোতা। এই অ্যাপে রয়েছে ‘ভারত কুইক রেসপন্স’ বা QR Code-এর সুবিধা। যে কোনও দোকানে এই কোড স্ক্যান করে চোখের নিমেষে টাকা মেটানো যায়।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement