Advertisement
Advertisement

বিয়ের খরচের সমস্যা মেটাতে নয়া ভাবনা কেন্দ্রর

বিয়ের খরচের ক্ষেত্রে আর কী কী ব্যবস্থা নেওয়া যায়, তা খতিয়ে দেখার আশ্বাস দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী৷

Govt may review cash withdrawal facility for weddings
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 22, 2016 4:48 pm
  • Updated:August 12, 2021 5:44 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিয়ের মাস৷ কিন্তু হাতে নেই টাকা৷ ফলে কাটছাঁট বিয়ের জৌলুসে৷ পরিস্থিতি এতটাই ঘোরাল যে একের পর এক অভিযোগ জমা পড়ছে মোদির দরবারে৷ এই অবস্থায় বিয়ের খরচ নিয়ে প্রশাসনের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আশ্বাস দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি৷

সোমবারই এ ব্যাপারে কেন্দ্র বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে৷ পরিচয়পত্র দেখিয়ে আড়াই লক্ষ টাকা পর্যন্ত তুলতে পারা যাবে৷ বর বা কনের পরিবারের যে কেউ টাকা তুলতে পারতেন৷ তবে ৮ নভেম্বর পর্যন্ত অ্যাকাউন্টে যে টাকা ছিল তা থেকেই তুলতে হবে এই পরিমাণ অর্থ৷ এদিকে সেই টাকা তুলতে গিয়েও রীতিমতো সমস্যায় পড়ছিলেন হবু বর-কনেরা৷ অনেক ব্যাঙ্কই একসঙ্গে এত টাকা দিতে নারাজ ছিল৷ তাদের দাবি, আরবিআই থেকে এখনও এ ব্যাপারে কোনও নির্দেশিকা পৌঁছায়নি৷ কোনও কোনও ব্যাঙ্কে আবার টাকা কম থাকার কারণে সমস্যায় পড়েছেন কর্মীরা৷ ইচ্ছে থাকলেও বর কনে বা পরিবারের হাতে টাকা তুলে দেওয়া সম্ভব হয়নি৷ বিয়ের মাসে এ নিয়ে বেশ বিপাকে পড়েছে বহু পরিবার৷ দেশের বিভিন্ন অঞ্চল থেকে এ ব্যাপারে অভিযোগও জমা পড়ছিল৷ আর তারপরই বিয়ের খরচের ক্ষেত্রে আর কী কী ব্যবস্থা নেওয়া যায়, তা খতিয়ে দেখার আশ্বাস দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী৷ খুব শীঘ্রই এ ব্যাপারে আরবিআই চূড়ান্ত নির্দেশিকা জানাতে পারে৷

Advertisement

বিয়ের পাশাপাশি রবিশস্য চাষের ক্ষেত্রেও বীজ কেনায় পুরনো ৫০০ টাকার নোটে ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement