সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেন্দ্রের নয়া নিয়মের ফলে প্যান কার্ডের গুরুত্ব আরও বাড়তে পারে৷ সূত্রের খবর, এবার থেকে ৫০ হাজার নয়, ৩০ হাজার টাকা লেনদেনে বাধ্যতামূলক হচ্ছে প্যান কার্ড৷ দ্রুতই এই ঘোষণা করতে পারে কেন্দ্র৷
সূত্রের খবর, নোট বাতিলের পর থেকেই নগদে লেনদেনের উপর নিয়ন্ত্রণ চাইছে কেন্দ্র৷ ক্যাশ নয়, বরং ডিজিটাল লেনদেনের দিকে ঝুঁকুক দেশবাসী, চায় কেন্দ্র৷ আসন বাজেটেই এই ঘোষণা হতে পারে৷ গতকালই, উর্জিত প্যাটেল অর্থনীতি বিষয়ক স্ট্যান্ডিং কমিটিকে জানিয়েছেন, নোট বাতিলের পর এখনও পর্যন্ত ৯.২ লক্ষ কোটি নতুন টাকা বাজারে ছাড়া হয়েছে৷
এর পাশাপাশি, নোট বাতিলের সিদ্ধান্ত নিয়ে উর্জিত প্যাটেল জানিয়েছেন, নোট বাতিল নিয়ে রাতারাতি কোনও সিদ্ধান্ত হয়নি৷ গত বছরের শুরু থেকেই সলতে পাকানোর কাজ শুরু হয়েছে৷ সেই মতো ধীর পদক্ষেপে এগিয়েই নভেম্বরে চূড়ান্ত হয়েছে নোট বাতিল পর্ব৷
রিজার্ভ ব্যাঙ্কের গভর্নরকে সামনে বসিয়ে তীব্র সমালোচনা করে অর্থনীতি বিষয়ক সংসদীয় কমিটি৷ জবাব ‘যুক্তিযুক্ত’ না হওয়ার কারণেই বর্ষীয়ান কংগ্রেস নেতা এম বীরাপ্পা মইলির নেতৃত্বাধীন কমিটির ক্ষোভের মুখে পড়তে হয়েছে তাঁকে৷ বুধবার অর্থনীতি বিষয়ক সংসদীয় কমিটির সামনে হাজির হন উর্জিত প্যাটেল৷ নোট বাতিল নিয়ে রিজার্ভ ব্যাঙ্কের অবস্থান এবং যাবতীয় তথ্য-পরিসংখ্যান তুলে ধরেন তিনি৷ কিন্তু বৈঠকের শেষে প্যানেলের অন্যতম সদস্য তৃণমূল সাংসদ সৌগত রায় সাফ জানিয়ে দেন, “গভর্নর আমাদের বলতেই পারেননি নোট বাতিলের পর মোট কত বাতিল টাকা ব্যাঙ্কে জমা পড়েছে৷”
তবে উর্জিতের পাশে দাঁড়িয়েছেন আরবিআইয়ের আরেক প্রাক্তন গভর্নর, প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং৷ তিনি বলেছেন, সমস্ত প্রশ্নের জবাব দেওয়ার কোনও প্রয়োজন নেই উর্জিতের৷ বলেন, “সেই সব প্রশ্নে উত্তর দেবেন না যেগুলোর জবাব দিলে আপনাকে সমস্যায় পড়তে হতে পারে৷” রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর উর্জিত প্যাটেলের জবাবদিহি চেয়ে তাঁকে সংসদীয় প্যানেলের তরফে তলবের ঘটনায় গত কয়েকদিন ধরেই সরগরম অর্থমন্ত্রকের অন্দরমহল৷
তবে সূত্রের খবর, ওই বৈঠকে নোট বাতিল এবং তার পরবর্তী পরিস্থিতি নিয়ে বিস্তারিতভাবেই রিপোর্ট তুলে ধরেন উর্জিত প্যাটেল৷ সবচেয়ে বেশি জোর দেন, নগদ টাকার সঙ্কট মেটাতে আরবিআই কী ব্যবস্থা নিচ্ছে তার উপর৷
প্রসঙ্গত, এর আগে সংসদীয় কমিটির তোলা একাধিক প্রশ্নের প্রায় সাত পাতার জবাব দিয়েছিল আরবিআই৷ সেখানেই আরবিআই-এর তরফে জানানো হয়েছিল, সরকারের তরফেই কেন্দ্রীয় ব্যাঙ্ককে ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের বিষয়ে বিবেচনা করার আবেদন করা হয়েছিল৷ আর তার পরই নড়েচড়ে বসে বিরোধীরা৷ কারণ নিয়ম অনুযায়ী, নোট বাতিল সংক্রান্ত এ ধরনের সিদ্ধান্তের ক্ষেত্রে প্রাথমিকভাবে সরকারের ভূমিকাই থাকে না৷ বরং আরবিআই-এর তরফে সরকারকে আবেদন পাঠানোই নিয়ম৷ স্বাভাবিকভাবেই এক্ষেত্রে আইন লঙ্ঘিত হয়েছে বলে অভিযোগ তুলছে বিরোধীরা৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.