সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘বহুরূপী’ করোনার (Corona Virus) নতুন স্ট্রেনের আতঙ্কের মাঝেই ভারত-ব্রিটেন বিমান চলাচলে ছাড়পত্র দিল অসামরিক বিমান মন্ত্রক। সাময়িকভাবে বন্ধ থাকার পর নতুন বছরের প্রথম থেকে দু’দেশের মধ্যে বিমান চলাচল শুরু হতে চলেছে। তবে সংক্রমণ এড়াতে বিমান সংস্থা ও যাত্রীদের জন্য বিশেষ নিয়মবিধি বেঁধে দিয়েছে সংশ্লিষ্ট মন্ত্রক। কী কী নিয়ম মানতে হবে, কতদিন কোয়ারেন্টাইনে থাকতে হবে, তা শনিবার জারি করা এসওপিতে (SOP) বলে দেওয়া হয়ছে।
প্রাথমিকভাবে জানা গিয়েছিল, ৮ জানুয়ারি থেকে দু’দেশের মধ্যে বিমান (Flight Service) পরিষেবা চালু হবে। এদিন ফের সাংবাদিক বৈঠক করে অসামরিক বিমানমন্ত্রী হরদীপ সিং পুরী জানান, ৬ জানুয়ারি ভারত থেকে ব্রিটেনগামী বিমান যাত্রা করবে। তবে ব্রিটেন থেকে ভারতে আসার প্রথম বিমান ছাড়বে ৮ জানুয়ারি। সপ্তাহে মোট ৩০টি বিমান চলবে। আগামী ২৩ জানুয়ারি পর্যন্ত এই নিয়মবিধি মেনে চলা হবে।
Flights from India to UK to restart from Jan 6 while flight operations from UK to India will resume on Jan 8. 30 flights will operate every week — 15 each by Indian & UK carriers. This schedule is valid till Jan 23: Union Civil Aviation Minister Hardeep Singh Puri (file pic) pic.twitter.com/vUxlCl0UTz
— ANI (@ANI) January 2, 2021
এদিকে এসওপি ৩০ জানুয়ারি অবধি কার্যকর থাকবে বলে খবর। বিলেত ফেরত যাত্রীদের জন্য বেশকিছু কড়া নিয়মবিধি জারি করা হয়েছে। যেমন-
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.