Advertisement
Advertisement
Britain Flight SOP

ফের ভারত-ব্রিটেন বিমান চালুর দিন বদল, বিলেত ফেরত সব যাত্রীকেই থাকতে হবে কোয়ারেন্টাইনে

কবে চালু হচ্ছে ভারত-ব্রিটেন বিমান পরিষেবা?

Govt issues SOPs for passengers from UK amid fear of new strain | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:January 2, 2021 4:12 pm
  • Updated:January 2, 2021 4:32 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘বহুরূপী’ করোনার (Corona Virus) নতুন স্ট্রেনের আতঙ্কের মাঝেই ভারত-ব্রিটেন বিমান চলাচলে ছাড়পত্র দিল অসামরিক বিমান মন্ত্রক। সাময়িকভাবে বন্ধ থাকার পর নতুন বছরের প্রথম থেকে দু’দেশের মধ্যে বিমান চলাচল শুরু হতে চলেছে। তবে সংক্রমণ এড়াতে বিমান সংস্থা ও যাত্রীদের জন্য বিশেষ নিয়মবিধি বেঁধে দিয়েছে সংশ্লিষ্ট মন্ত্রক। কী কী নিয়ম মানতে হবে, কতদিন কোয়ারেন্টাইনে থাকতে হবে, তা শনিবার জারি করা এসওপিতে (SOP) বলে দেওয়া হয়ছে।

প্রাথমিকভাবে জানা গিয়েছিল, ৮ জানুয়ারি থেকে দু’দেশের মধ্যে বিমান (Flight Service) পরিষেবা চালু হবে। এদিন ফের সাংবাদিক বৈঠক করে অসামরিক বিমানমন্ত্রী হরদীপ সিং পুরী জানান, ৬ জানুয়ারি ভারত থেকে ব্রিটেনগামী বিমান যাত্রা করবে। তবে ব্রিটেন থেকে ভারতে আসার প্রথম বিমান ছাড়বে ৮ জানুয়ারি।  সপ্তাহে মোট ৩০টি বিমান চলবে। আগামী ২৩ জানুয়ারি পর্যন্ত এই নিয়মবিধি মেনে চলা হবে।

Advertisement

[আরও পড়ুন : গোটা দেশেই করোনার ভ্যাকসিন দেওয়া হবে বিনামূল্যে, ঘোষণা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর]

এদিকে এসওপি ৩০ জানুয়ারি অবধি কার্যকর থাকবে বলে খবর। বিলেত ফেরত যাত্রীদের জন্য বেশকিছু কড়া নিয়মবিধি জারি করা হয়েছে। যেমন-

  • বিমানে ওঠার আগে আরটি পিসিআর পদ্ধতিতে করা করোনা পরীক্ষার নেগেটিভ রিপোর্ট জমা করতে হবে যাত্রীকে।
  • সেই রিপোর্ট বিমানযাত্রার দিন থেকে ৭২ ঘণ্টার বেশি পুরনো হওয়া চলবে না।
  • বিমানবন্দরে নেমে নিজ খরচায় আরটি-পিসিআর পরীক্ষা করাতে হবে।
  • বিলেত ফেরত যাত্রীদের করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এলেও ১৪ দিনের কোয়ারেন্টাইন বাধ্যতামূলক।
  • বিমানে ওঠার আগের ১৪ দিনের ভ্রমণের ইতিহাস জানাতে হবে।
  • বিমানে ওঠার আগে সেলফ ডিক্লেয়ারেশন ফর্মপূরণ করে কেন্দ্রীয় সরকারের নির্দিষ্ট ওয়েবসাইটে জমা করতে হবে।
  • ভারতে পৌঁছনোর পর বিমানবন্দরের আরটি পিসিআর পরীক্ষার রিপোর্টে করোনা পজিটিভ এলে প্রাতিষ্ঠানিক আইসোলেশনে যেতে হবে।
  • তাঁর রিপোর্ট জেনেমিক স্টাডির জন্য পাঠানো হবে।
  • যতদিন না পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসে, ততদিন আইসোলেশনেই থাকতে হবে ওই যাত্রীকে।

[আরও পড়ুন : ভ্যাকসিন ছাড়পত্র পাওয়ার পরদিনই কমল দৈনিক করোনা সংক্রমণ, স্বস্তি অ্যাকটিভ কেসেও]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement