Advertisement
Advertisement

Breaking News

Amit Shah

মণিপুর নিয়ে আলোচনায় রাজি সরকার, বিরোধী চাপের মুখে লোকসভায় জানালেন অমিত শাহ

এদিকে রাজ্যসভা থেকে আপ সাংসদকে সাসপেন্ড করলেন জগদীপ ধনকড়।

Govt is ready for discussion on Manipur, says Amit Shah in Lok Sabha | Sangbad Pratidin
Published by: Sulaya Singha
  • Posted:July 24, 2023 3:39 pm
  • Updated:July 24, 2023 4:10 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মণিপুর ইস্যুতে উত্তাল গোটা দেশ। জাতিদাঙ্গার জেরে ক্রমেই পরিস্থিতি করুণ হচ্ছে পূর্বের রাজ্যটির। প্রতিদিনই উঠে আসছে খুন, গণধর্ষণের ঘটনা। বিরোধীরা এ নিয়ে ক্রমাগত চাপ সৃষ্টি করছে মোদি সরকারের উপর। আর বিরোধীদের এই লাগাতার চাপের জেরে অবশেষে মুখ খুললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। জানিয়ে দিলেন, মণিপুর নিয়ে আলোচনায় রাজি সরকার।

লোকসভার বাদল অধিবেশনে সোমবার অমিত শাহ (Amit Shah) বলেন, “মণিপুর নিয়ে লোকসভায় আলোচনা করতে আমি প্রস্তুত। বিরোধীদের কাছে অনুরোধ এই ইস্যু নিয়ে আলোচনায় বসুক। এই স্পর্শকাতর বিষয়টির সত্যতা গোটা দেশেরই জানা দরকার।” কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্যের পরই আগামী কাল পর্যন্ত মুলতুবি হয়ে যায় লোকসভা অধিবেশন।

Advertisement

[আরও পড়ুন: মর্মান্তিক! শিবের মাথায় জল ঢালা হল না, অজয় নদে স্নান করতে নেমেই তলিয়ে মৃত্যু ছাত্রের]

বাদল অধিবেশনের তৃতীয় দিনও মণিপুর ইস্যুতে উত্তপ্ত সংসদ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিবৃতি চেয়ে রাজ্যসভায় বিরোধীদলগুলি বিক্ষোভ দেখাতে থাকে। মণিপুর নিয়ে আলোচনার দাবি তুলে রাজ্যসভার ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন আম আদমি পার্টির রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিং। আর তার জেরেই ‘সাংসদ পদের অবমাননা’য় গোটা বাদল অধিবেশনের জন্য তাঁকে সাসপেন্ড করেন উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকড়। একইসঙ্গে ২৬৭ নম্বর ধারায় মণিপুর নিয়ে আলোচনা চেয়ে বিক্ষোভ দেখানোর জন্য তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েনকেও সতর্ক করেন ধনকড়।

[আরও পড়ুন: সীমা হায়দার আসলে কে? ধোঁয়াশা কাটাতে পাক ‘বধূ’র পরিচয়পত্র পাকিস্তানি দূতাবাসে পাঠাল ATS]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement