নন্দিতা রায়, নয়াদিল্লি: সংসদের অচলাবস্থা কাটাতে বিরোধীদের সঙ্গে ব্যাক চ্যানেলে আলোচনার চেষ্টায় কেন্দ্র। অর্থাৎ, সংসদের শীতকালীন অধিবেশনের শুরু থেকে যে বিরোধী ঐক্যের ছবি দেখা যাচ্ছে, তাতে চিড় ধরানোর চেষ্টা করল মোদি (Narendra Modi) সরকার। কিন্তু সরকারের সেই চেষ্টা পুরোপুরি ব্যর্থ। সটান সরকারের প্রস্তাব নাকচ করে দিল তৃণমূল-সহ বিরোধী শিবির।
Monday morning STUNT from a Govt. who do not want #Parliament to function.
Govt calls leaders of the 4 Oppn parties whose 12 RS MPs have been arbitrarily suspended.
Govt leaves other 10 Oppn parties out.
Failed stunt.
ALL OPPN clear : first revoke arbitrary suspension
— Derek O’Brien | ডেরেক ও’ব্রায়েন (@derekobrienmp) December 19, 2021
সূত্রের খবর, বিরোধীদের বিক্ষোভ তুলে নিতে যে যে দলের সাংসদরা সাসপেন্ড হয়েছেন, সেই সব দলের নেতাদের আলোচনার জন্য ডেকেছিল কেন্দ্র। রবিবার সন্ধেয় কংগ্রেস (Congress), তৃণমূল, শিব সেনা, সিপিএম (CPM) এবং সিপিআইয়ের (CPI) দলনেতাদের আলোচনার জন্য ডেকেছিলেন সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী। কিন্তু সরকারের সেই ডাকে সাড়া দেয়নি কোনও বিরোধী দলই।
বিরোধী শিবির মনে করছে, এভাবে বাকি ১০টি দলকে বাদ দিয়ে শুধু চারটি দলকে আলোচনায় ডাকার পিছনে সরকারের উদ্দেশ্য একটাই, বিরোধী ঐক্যে চিড় ধরানো। কিন্তু বিরোধী শিবির এখন ঐক্যবদ্ধ। এভাবে ভাঙন ধরানোর চেষ্টা করে লাভ হবে না। তৃণমূল নেতা ডেরেক ও’ব্রায়েন (Derek O’Brien) সাফ জানিয়ে দিয়েছেন, সরকারের এই অপচেষ্টা ব্যর্থ। যে পাঁচটি দলের সাংসদরা সাসপেন্ড হয়েছে, ওঁরা শুধু সেই পাঁচটি দলকে আলোচনায় ডেকেছে। বাকি ১০টি দলকে ডাকেনি। কিন্তু বিরোধীরা ঐক্যবদ্ধ। আমরা পরিষ্কার বলছি, আগে সাংসদদের সাসপেনশন প্রত্যাহার করা হোক, তারপর কোনওরকম আলোচনা হতে পারে। একই অবস্থান কংগ্রেস, শিব সেনা, সিপিএম এবং সিপিআইয়েরও। কংগ্রেস বলছে, এভাবে বেছে বেছে কয়েকটি রাজনৈতিক দলকে আলোচনায় ডাকাটা অসম্মানজনক।
প্রসঙ্গত, রাজ্যসভার ১২ জন বিরোধী সাংসদের সাসপেনশন প্রত্যাহার-সহ একাধিক ইস্যুতে শীতকালীন অধিবেশনের শুরু থেকেই একযোগে বিক্ষোভ দেখিয়ে আসছে বিরোধীরা। যার জেরে সংসদ কার্যত অচল। সংসদের অধিবেশনে নজিরবিহীনভাবে ঐক্যবদ্ধ দেখিয়েছে গোটা বিরোধী শিবিরকে। বিরোধীরা ঐক্যবদ্ধ হওয়ায় সরকার বেশ চাপে। এর আগেও ব্যাক চ্যানেলে কেন্দ্র বিরোধী ঐক্যে ভাঙন ধরানোর চেষ্টা করেছিল। কিন্তু সেবারও ব্যর্থ হতে হয়েছে তাঁদের। এবারেও সরকারের এই পদক্ষেপ ব্যর্থই হল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.