Advertisement
Advertisement

জনসমুদ্র সামলাতে ব্যাঙ্কে ফিরবেন অবসরপ্রাপ্ত কর্মীরা!

এই পরিস্থিতিতে রাতারাতি ব্যাঙ্ক কর্মীর সংখ্যা বাড়ানো সম্ভব নয়৷ তাই অবসরপ্রাপ্ত দক্ষ ব্যাঙ্ক কর্মীদের ফেরানো যায় কি না, সে ভাবনা ভাবা হচ্ছে৷

Govt has asked banks to consider engaging retired employees to deal with the unprecedented rush
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 16, 2016 9:53 am
  • Updated:November 16, 2016 9:53 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দীর্ঘ লাইন৷ আরও দীর্ঘ প্রতীক্ষা৷ দেশের যে কোনও রাজ্যের ব্যাঙ্কগুলির সামনে এখন একটাই ছবি৷ আর এই জনসমুদ্র সামলাতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে ব্যাঙ্ক কর্মীদের৷ এবার তাই বিকল্প ভাবনা অর্থমন্ত্রকের৷ পরিস্থিতি সামাল দিতে অবসরপ্রাপ্ত ব্যাঙ্ক কর্মীদের ফেরানো যায় কি না, তা নিয়ে ব্যাঙ্কগুলিকে সিদ্ধান্ত নেওয়ার অনুরোধ করা হল৷

রাতারাতি ব্যাঙ্ক কর্মীদের কাজের চাপ যে অনেকটাই বেড়ে গিয়েছে, তা জানা কথা৷ কিন্তু পরিস্থিতি স্বাভাবিক হতে এখনও বেশ কিছুদিন৷ এখনও সব এটিএমে পর্যাপ্ত টাকা নেই৷ ফলে মানুষ হত্যে দিয়ে আছে ব্যাঙ্কের চৌকাঠেই৷ ফলত টানা চাপ তাঁদের সামলাতে হবে আরও কিছুদিন৷ এই পরিস্থিতিতে রাতারাতি ব্যাঙ্ক কর্মীর সংখ্যা বাড়ানো সম্ভব নয়৷ তাই অবসরপ্রাপ্ত দক্ষ ব্যাঙ্ক কর্মীদের ফেরানো যায় কি না, সে ভাবনা ভাবা হচ্ছে৷ ব্যাঙ্ক কর্মীদের অ্যাসোসিয়েশনকে দেওয়া অর্থমন্ত্রকের এক চিঠিতে এ নিয়ে ভাবনাচিন্তা করতে বলা হয়েছে৷ টানা কোনও এক কর্মীকে যাতে কাজ করতে না হয় সেদিকে নজর দেওয়া হয়েছে৷ শিফটের ভিত্তিতে কর্মীদের কাজের সময়সীমা ঠিক করার বিষয়টি বিবেচনা করার কথা জানানো হয়েছে৷

Advertisement

পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যাঙ্ক কর্মীরা যেভাবে ঠাণ্ডা মাথায় কাজ করে চলছেন, তাতে খুশি অর্থমন্ত্রক৷ অতিরিক্ত সময় কাজ করার দরুণ কর্মীদের খাবার, জল, নিরাপত্তায় যাতে কোনও সমস্যা না হয়, সে ব্যাপারেও দেখভালের নির্দেশ দেওয়া হয়েছে৷ এদিকে কর্মীদের দাবী ও স্বার্থের প্রতি প্রশাসন নজর দেওয়ায় খুশি অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনও৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement