সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নোট বাতিলের ধাক্কায় সাধারণ মানুষের পকেটে নগদের টান পড়েছে৷ যাঁদের এবছর বাড়ি তৈরি করার বা গাড়ি কেনার পরিকল্পনা ছিল, নগদের অভাবে তাঁরা সেই পরিকল্পনা পিছিয়ে দিয়েছেন৷ সাধারণ মানুষের এই অবস্থার কথা বুঝতে পেরেই ব্যাঙ্কগুলিকে এবার থেকে আরও সহজে ও দ্রুত ঋণ দেওয়ার পরামর্শ দিল কেন্দ্র৷ এবছর সাধারণ বাজেটেও কেন্দ্র সহজ শর্তে ও সুদের হারে ঋণে দেওয়ার উপর বিশেষ নজর দেবে বলে জানা গিয়েছে৷
ব্যাঙ্কগুলিকে কেন্দ্রর সুপারিশ, গুরুত্ব বুঝে দ্রুত ঋণ দিন মানুষকে৷ বাড়ি, গাড়ির ঋণের পাশাপাশি বস্ত্র, চর্ম, গহনা বা নির্মাণশিল্পের যে ক্ষতি হয়ে গিয়েছে নোট বাতিলের ধাক্কায়, এবছর জরুরি ভিত্তিতে সেই ক্ষত ঢাকতে চায় কেন্দ্র৷ এই বিষয়ে শিল্পমহলের কর্তারা কেন্দ্র ও ব্যাঙ্কগুলির সঙ্গে এক উচ্চ পর্যায়ের বৈঠকে দ্রুতই মিলিত হবে বলে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবি৷
নাম প্রকাশে অনিচ্ছুক কেন্দ্রের এক আধিকারিক জানিয়েছেন, “নোট বাতিলের ফলে যে সেক্টরে বেশ খানিকটা ক্ষতি হয়ে গিয়েছে, যে সব সেক্টরের মানুষরা চাকরি হারিয়েছেন তাঁদের প্রতি বিশেষ নজর দেওয়া হবে৷” বাজারে নগদের অভাব মেটাতে ব্যাঙ্কগুলিকে বিশেষ উদ্যোগী হওয়ারও পরামর্শ দিয়েছে কেন্দ্র৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.