Advertisement
Advertisement

Breaking News

এবার আরও সহজে ও দ্রুত ঋণ মিলবে ব্যাঙ্ক থেকে

নোট বাতিলের সুফল?

Govt asks banks to push easier loans
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:January 20, 2017 10:39 am
  • Updated:January 20, 2017 10:39 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নোট বাতিলের ধাক্কায় সাধারণ মানুষের পকেটে নগদের টান পড়েছে৷ যাঁদের এবছর বাড়ি তৈরি করার বা গাড়ি কেনার পরিকল্পনা ছিল, নগদের অভাবে তাঁরা সেই পরিকল্পনা পিছিয়ে দিয়েছেন৷ সাধারণ মানুষের এই অবস্থার কথা বুঝতে পেরেই ব্যাঙ্কগুলিকে এবার থেকে আরও সহজে ও দ্রুত ঋণ দেওয়ার পরামর্শ দিল কেন্দ্র৷ এবছর সাধারণ বাজেটেও কেন্দ্র সহজ শর্তে ও সুদের হারে ঋণে দেওয়ার উপর বিশেষ নজর দেবে বলে জানা গিয়েছে৷

(Jio-র ধাক্কায় বেসামাল, জলের দরে 4G ডেটা দিচ্ছে Vodafone)

ব্যাঙ্কগুলিকে কেন্দ্রর সুপারিশ, গুরুত্ব বুঝে দ্রুত ঋণ দিন মানুষকে৷ বাড়ি, গাড়ির ঋণের পাশাপাশি বস্ত্র, চর্ম, গহনা বা নির্মাণশিল্পের যে ক্ষতি হয়ে গিয়েছে নোট বাতিলের ধাক্কায়, এবছর জরুরি ভিত্তিতে সেই ক্ষত ঢাকতে চায় কেন্দ্র৷ এই বিষয়ে শিল্পমহলের কর্তারা কেন্দ্র ও ব্যাঙ্কগুলির সঙ্গে এক উচ্চ পর্যায়ের বৈঠকে দ্রুতই মিলিত হবে বলে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবি৷

Advertisement

(এবার গ্রাহকদের জন্য অবিশ্বাস্য অফার আনছে Jio)

নাম প্রকাশে অনিচ্ছুক কেন্দ্রের এক আধিকারিক জানিয়েছেন, “নোট বাতিলের ফলে যে সেক্টরে বেশ খানিকটা ক্ষতি হয়ে গিয়েছে, যে সব সেক্টরের মানুষরা চাকরি হারিয়েছেন তাঁদের প্রতি বিশেষ নজর দেওয়া হবে৷” বাজারে নগদের অভাব মেটাতে ব্যাঙ্কগুলিকে বিশেষ উদ্যোগী হওয়ারও পরামর্শ দিয়েছে কেন্দ্র৷

(২৭ কোটি জন ধন অ্যাকাউন্টে ২ লক্ষ টাকা মোদির)

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement