সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অভিন্ন কর ব্যবস্থায় বাঁধা পড়েছে গোটা দেশ। ধাপে ধাপে কর দেওয়ার বদলে চালু হয়েছে এক কর প্রক্রিয়া। অর্থনীতিবিদদের একাংশের মতে এক কর ধার্য হলে সস্তাই হবে জিনিস। যদিও জিএসটি-র হার বেশি থাকার কারণে কোনও কোনও জিনিসের দাম বেশিই হচ্ছিল। তবে এবার বেশ কিছু ক্ষেত্রে জিএসটি-র হার কমানোর সিদ্ধান্ত নেওয়া হল। ফলে দাম কমছে প্রায় ৩০টি নিত্য প্রয়োজনীয় দ্রব্যর।
[ এখনও মোবাইলে আধার লিঙ্ক করাননি? বন্ধ হতে পারে পরিষেবা! ]
১ জুলাই থেকে চালু হয়েছে পণ্য ও পরিষেবা কর। তার মাস দুয়েক পরে বেশে কিছু জিনিসের উপর নির্ধারিত জিএসটি কমানোর সিদ্ধান্ত নিল জিএসটি কাউন্সিল। কোন কোন জিনিস সস্তা হচ্ছে? ইডলি ও দোসার চালগুঁড়ো, শুকনো তেঁতুল, কাস্টার্ড পাউডার, ধূপ ও এই জাতীয় জিনিস, প্লাস্টিক রোনকোট, ধান ছাঁটাই মেশিনের রাবার ব্যান্ড, কমপিউটর মনিটর, গ্যাস লাইটার ইত্যাদি সামগ্রীর দাম কমছে।
[ শহিদ স্বামীর পদাঙ্ক অনুসরণ করেই সেনায় যোগদান স্ত্রী স্বাতীর ]
হায়দরাবাদে বসে এই জিএসটি কাউন্সিলের বৈঠক। প্রায় ৮ ঘণ্টার বৈঠকের পর বাজারের চাহিদা অনুযায়ী বেশ কয়েকটি জিনিসের দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি বেশ কিছু ক্ষেত্রে জিএসটি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মূলত বিলাসবহুল দ্রব্যের ক্ষেত্রে ধার্য হবে বাড়তি সেস। এর মধ্যে আছে বড়, ছোট ও মাঝারি গাড়ি। ব্র্যান্ডহীন সামগ্রীর ক্ষেত্রে জিএসটি-তে ছাড় দেওয়ার ফলে অনেক সংস্থাই নিজেদের নথিবদ্ধকরণ করাচ্ছে না। এদিকে জিএসটি-র চক্করে ঘোর বিপাকে পড়েছেন মিষ্টি ব্যবসায়ীরা। দুগ্ধজাত দ্রব্যের উপর কোনও পণ্য-পরিষেবা কর চাপানো হয়নি। কিন্তু যখনই তা দিয়ে মিষ্টি তৈরি করা হচ্ছে তখনই কোপ বসছে জিএসটি-র। এদিকে বাংলার অধিকাংশ মিষ্টিই ছানার তৈরি। বাংলার মিষ্টান্ন ব্যবসায়ীরা এর প্রতিবাদে আন্দোলনে নেমেছেন। এ নিয়ে রাজ্যে ধর্মঘট পালন করেছেন মিষ্টান্ন ব্যবসায়ীরা। এক প্রতিনিধি দল কেন্দ্রের সঙ্গে এ বিষয়ে দেখাও করেছে। কিন্তু তাতে সুরাহা কিছু হয়নি। মিষ্টির উপর থেকে জিএসটি তুলে নেওয়া হয়নি। তবে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমায় খানিকটা স্বস্তি মিলবে সাধারণ মানুষের।
[ জিএসটির প্রতিবাদে রাজ্য জুড়ে ধর্মঘট পালন মিষ্টান্ন ব্যবসায়ীদের ]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.