Advertisement
Advertisement
Governor

বিধানসভায় পাশ হওয়া বিল দ্রুত ছাড়তে হবে রাজ্যপালকে, নির্দেশ সুপ্রিম কোর্টের

তেলেঙ্গানা সরকারের একটি মামলায় এমন রায় শীর্ষ আদালতের।

Governors should clear bills as soon as possible, says Supreme Court। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:April 25, 2023 2:18 pm
  • Updated:April 25, 2023 2:18 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিধানসভায় কোনও বিল পাশ হলে যত দ্রুত সম্ভব তা ছেড়ে দিতে হবে রাজ্যপালকে। এমনই গুরুত্বপূর্ণ নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। সাম্প্রতিককালে একাধিক রাজ্যেই রাজ্য সরকার ও রাজ্যপালের মধ্যে সংঘাত দেখা দিয়েছে। এই পরিস্থিতিতেই শীর্ষ আদালত একটি মামলায় এমনই রায় দিল।

তেলেঙ্গানা সরকার সুপ্রিম কোর্টের (Supreme Court) কাছে একটি মামলা দায়ের করেছিল। সেখানে অভিযোগ করা হয়েছিল, বিধানসভায় পাশ হওয়া দশটি গুরুত্বপূর্ণ বিল আটকে রেখেছেন রাজ্যপাল (Governor) তামিলিসাই সৌন্দর্যরাজন। সেই মামলাতেই সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ এই রায় দেওয়ার সময় উল্লেখ করে ভারতীয় সংবিধানের ২০০ নম্বর অনুচ্ছেদের কথা। জানিয়েছে, যত দ্রুত সম্ভব ওই বিল সম্পর্কে সিদ্ধান্ত নিতে রাজ্যপালকে। সম্মতি বা প্রত্যাবর্তন, যে সিদ্ধান্তই তিনি নিন না কেন, তাঁকে ‘যত দ্রুত সম্ভব’ এই কথাটির ভিতরে থাকা সাংবিধানিক তাৎপর্যকে বুঝে তা করতে হবে।

Advertisement

[আরও পড়ুন: অমর্ত্য সেনের পাশে দাঁড়াচ্ছেন কোন লাভের আশায়? টুইটে বিদ্বজ্জনদের বিঁধলেন অমিত মালব্য]

উল্লেখ্য, পরে সলিসিটর জেনারেল তুষার মেহতা সুপ্রিম কোর্টকে জানান, রাজ্যপাল কিন্তু বিলগুলি আটকে রাখেননি। কিছু বিলে উনি ওঁর সম্মতি জানিয়ে দিয়েছেন। বাকিগুলি ফেরত পাঠিয়েছেন অতিরিক্ত মন্তব্যের জন্য। এরপর মামলাটি খারিজ হয়ে যায়।

[আরও পড়ুন: পরকীয়া ভাঙতে চাওয়ার শাস্তি! প্রেমিকার খুদে সন্তানকে ফুটন্ত জলে ডুবিয়ে ‘মারল’ যুবক]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement