Advertisement
Advertisement
Governor

বিল বিতর্ক: সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে দুই রাজ্যের রাজ্যপাল

কী বলল শীর্ষ আদালত?

Governors of the two states are facing questions from the Supreme Court। Sangbad Pratidin

ফাইল ছবি

Published by: Biswadip Dey
  • Posted:November 21, 2023 2:16 pm
  • Updated:November 21, 2023 2:16 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিল বিতর্কে এবার সুপ্রিম কোর্টের (Supreme Court) প্রশ্নের মুখে তামিলনাড়ুর রাজ্যপাল আর এন রবি। রাজ্য বিধানসভায় পাশ হওয়া বিলে সই না করে রাজ্যপাল তিন বছর ধরে ঝুলিয়ে রেখে ফেরত পাঠাতে পারেন কিনা, তা নিয়ে প্রশ্ন তুলল সুপ্রিম কোর্ট।

প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চের পর্যবেক্ষণ, ‘‘তামিলনাড়ু (Tamil Nadu) বিধানসভা আবার ১০টি বিল পাশ করিয়েছে। দেখা যাক, রাজ্যপাল এবার কী পদক্ষেপ করেন।’’ সংবিধান অনুযায়ী দ্বিতীয় বার বিধানসভায় পাশ করানো বিল ‘অর্থ বিল’ হিসাবে বিবেচনা করতে হয় সে কথা মনে করিয়ে দিয়ে প্রধান বিচারপতির বেঞ্চের প্রশ্ন, ‘‘তিন বছর ধরে রাজ্যপাল কী করছিলেন?’’

Advertisement

[আরও পড়ুন: ৯ দিন পার, সুড়ঙ্গে আটক শ্রমিকদের কাছে পৌঁছল বোতলভর্তি খিচুড়ি]

তামিলনাড়ুর পাশাপাশি আরও কিছু রাজ্যের রাজ্যপালও শীর্ষ আদালতের ভর্ৎসনার মুখে পড়েছেন। একাধিক রাজ্য সরকারের অভিযোগ ছিল অকারণে বিল আটকে রাখছেন রাজ্যপাল। এর মধ্যে অন্যতম কেরল (Kerala)। সে রাজ্যের রাজ্যপাল আরিফ মহম্মদ খানের বিরুদ্ধে সিপিএম সরকারের করা মামলায় প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ কেন্দ্রীয় সরকারের জবাব তলব করে সোমবার। কেরলের রাজ্যপাল সাতটি বিল আটকে রেখেছেন বলে অভিযোগ।

[আরও পড়ুন: ভারতের হারে খুশি হাসিন! পোস্ট ঘিরে নেটদুনিয়ার রোষে শামির ‘প্রাক্তন’ স্ত্রী]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement