Advertisement
Advertisement

Breaking News

মন্ত্রী-আমলাদের গাড়িতে আর বাজবে না সাইরেন!

ভিআইপি বলে গাড়িতে সাইরেন বাজবে আর রাস্তাঘাট ফাঁকা হয়ে যাবে এমনটি আর হবে না৷

Governor Kiran Bedi's First Big Step: No Sirens, Right Of Way For VIPs
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 6, 2016 7:42 pm
  • Updated:June 6, 2016 7:42 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভিআইপি বলে গাড়িতে সাইরেন বাজবে আর রাস্তাঘাট ফাঁকা হয়ে যাবে এমনটি আর হবে না৷ এবার থেকে ভিআইপিদের গাড়ি এবং কনভয়ে সাইরেন বাজান বন্ধ৷ দেশের আর কোথাও এমন না হলেও এমনটাই ঘটতে চলেছে পুদুচেরিতে৷ পুদুচেরির লেফটেন্যান্ট গভর্নর কিরণ বেদী গাড়িতে সাইরেন ব্যবহার করার প্রথাকে নিষিদ্ধ করলেন৷ পাশাপাশি তিনি জানিয়েছেন নেতা, মন্ত্রী এবং আমলাদের গাড়িতে যেমন সাইরেন বাজানো নিষিদ্ধ হল, ঠিক তেমনভাবেই তাঁর নিজস্ব গাড়ি এবং কনভয়তেও আর সাইরেন বাজানো হবে না৷

kiran-bedi_web

Advertisement

কিন্তু অ্যাম্বুল্যান্স, দমকল ইত্যাদি জরুরি পরিষেবার গাড়িগুলি জনস্বার্থে সাইরেন ব্যবহার করতে পারবে বলে জানান তিনি৷
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে কিরণ ‘স্বচ্ছ ভারত’ তৈরির লক্ষ্যে জঞ্জাল সাফাইয়ে হাত লাগিয়েছিলেন৷ এদিন তিনি সাংবাদিকদের জানান, “মন্ত্রী কিংবা আমলারা দেশেরই মানুষ৷ পথেঘাটে তাঁদের বাড়তি সুযোগ দিতে কনভয়ে সাইরেন বাজানোকে খুবই যুক্তিহীন বলে মনে হয়৷”
প্রয়োজনের বাইরে গিয়ে কেউ অতিরিক্ত সুযোগ নিক এটা তিনি চান না! আর তাই বিশ্ব পরিবেশ দিবসে কিরণের পুদুচেরিতে নিষিদ্ধ হল সাইরেন৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement