Advertisement
Advertisement

Breaking News

C V Ananda Bose

রাজ্য ধর্ষণ বিরোধী আইন আনলে রাজভবনের ভূমিকা কী? আইনমন্ত্রীর সঙ্গে বৈঠকে রাজ্যপাল

শুক্রবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গেও দেখা করেন রাজ্যপাল।

Governor C V Ananda Bose met Union Law Minister Shri Arjun Ram Meghwal
Published by: Subhajit Mandal
  • Posted:September 1, 2024 10:02 am
  • Updated:September 1, 2024 10:02 am  

বুদ্ধদেব সেনগুপ্ত, নয়াদিল্লি: ধর্ষণ ও খুনের ঘটনায় দোষীদের বিরুদ্ধে কড়া আইন আনতে চলেছে রাজ্য সরকার। তার আগেই কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়ালের সঙ্গে সাক্ষাৎ করলেন বাংলার রাজ্যপাল সি ভি আনন্দ বোস। শনিবার দীর্ঘক্ষণ দুজনের মধ্যে কথা হয়।

রাজনৈতিক মহলের মতে, রাজ্য যে আইন আনতে চলেছে তা নিয়েই দুজনের মধ্যে কথা হয়ে থাকতে পারে। কারণ বিধানসভায় বিল পাসের পর তা অনুমোদনের জন‌্য রাজ্যপালের কাছে পাঠানো হবে। সে ক্ষেত্রে রাজভবনের অবস্থান বা সাংবিধানিক ভূমিকা কী হবে, তা নিয়েই তাঁদের মধ্যে আলোচনা হয়েছে বলে মনে করা হচ্ছে।

Advertisement

[আরও পড়ুন: মাসের শুরুতেই পকেটে টান! একধাক্কায় অনেকটা বাড়ল বাণিজ্যিক গ্যাসের দাম]

আর জি কর কাণ্ড নিয়ে তোলপাড় রাজ্য। এর মধ্যেই ধর্ষণ ও খুনের ঘটনায় কড়া আইন আনতে উদ্যোগী হয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও কড়া আইন আনতে প্রধানমন্ত্রীকে দুবার চিঠিও দেন তিনি। কিন্তু প্রধানমন্ত্রীর তরফে সেভাবে সাড়া মেলেনি। অন্যদিকে, এর মধ্যেই রাজ্যের পরিস্থিতি নিয়ে রিপোর্ট দিতে শুক্রবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে দেখা করেন রাজ্যপাল। এদিন কেন্দ্রীয় আইনমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।

[আরও পড়ুন: আত্মহত্যায় মুক্তি খুঁজছে যুবসমাজ! ভয়াবহ রিপোর্ট তুলে কেন্দ্রকে দুষলেন রাহুল]

সূত্রের খবর, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ধর্ষণ ও খুন রোধে যে কড়া আইন আনতে চলেছে সেই বিষয়টি কথা বলতেই রাজ্যপাল কেন্দ্রীয় আইনমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। আইনটি বিধানসভায় পাস হওয়ার পর রাজভবনে এলে তাঁর কতর্ব্য কী হবে দুজনের মধ্যে সেই বিষয়ে আলোচনা হয় বলেও এদিন একটি সূত্রের দাবি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement