Advertisement
Advertisement
লাদাখ

‘সরকার ঘুমিয়ে পড়েছিল’, লাদাখ ইস্যুতে কেন্দ্রকে তোপ রাহুলের

চিনা সেনার হামলা পূর্বপরিকল্পিত বলেই মত কংগ্রেস নেতার।

'Government Was Fast Asleep': Rahul Gandhi's Fresh Attack Over Ladakh
Published by: Sucheta Chakrabarty
  • Posted:June 19, 2020 2:11 pm
  • Updated:June 19, 2020 2:16 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লাদাখ ইস্যুতে ফের কেন্দ্রকে তোপ দাগলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। ইন্দো-চিন সংঘাতে ভারতীয় সেনার মৃত্যুর জন্য সরকারের বিরুদ্ধে ‘দ্রুত ঘুমিয়ে’ পড়ার অভিযোগ তুললেন ওয়ানাড় সাংসদ। সর্বদল বৈঠকের আগেই মোদি সরকারের বিরুদ্ধে টুইটে ক্ষোভপ্রকাশ করে সরব হন কংগ্রেস নেতা।

আর কয়েকঘণ্টা পরেই লাদাখ ইস্যুতে শুরু হবে সর্বদল বৈঠক। কিন্তু তার অপেক্ষা না করেই টুইটে নিজের অভিযোগের লম্বা তালিকা প্রকাশ করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। এদিন সোশ্যাল মিডিয়ায় কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগে তিনি বলেন, “এটা স্পষ্ট যে, প্রথমত গালওয়ান উপত্যকায় চিনের লালফৌজের হামলা পূর্ব পরিকল্পিত ছিল। দ্বিতীয়ত এই সমস্যাটিকে অগ্রাহ্য করে কেন্দ্রীয় সরকার দ্রুতই ঘুমিয়ে পড়েছিলেন। তৃতীয়ত, ভারতীয় জওয়ানদের প্রাণের বিনিময়ে সেই মূল্য চোকাতে হয়।”

Advertisement

এদিন জুনিয়র প্রতিরক্ষা মন্ত্রী শ্রীপদ নায়েকের (Shripad Naik) একটি সাক্ষাৎকারকে তুলে ধরে কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভপ্রকাশ করেন সোনিয়া পুত্র। এই সাক্ষাৎকারেই জুনিয়র প্রতিরক্ষা মন্ত্রীকে স্বীকার করতে শোনা যায় যে, ভারতীয় সেনার উপর চিনা লাল ফৌজের হামলা পূর্বপরিকল্পিত ছিল। তাহলে প্রশ্ন উঠতে পারে ভারতীয় সেনার কাছে সেই হামলার কোনও খবর ছিল না কেন? পরে যদি সেই পরিকল্পনার খবর প্রতিরক্ষামন্ত্র জানতেও পারেন তাহলে সরকার এখনও সেনাদের এই বলিদানের পরবর্তে কী পদক্ষেপ নিয়েছেন?

[আরও পড়ুন:গালওয়ানের লড়াইয়ে বন্দি ৩ মেজর-সহ দশ ভারতীয় জওয়ানকে মুক্তি দিল চিন]

বৃহস্পতিবারই ওয়ানাড় সাংসদ ভারতের বীর জওয়ানদের অস্ত্রশস্ত্র ছাড়া বিপদের মুখে ঠেলে দেওয়ার জন্য প্রশ্ন তুলেছিলেন। তার জন্য গেরুয়া শিবিরের পালটা তোপের মুখেও পড়তে হয় তাঁকে। চুক্তি অনুযায়ী সীমান্তের এই স্থানে ভারতীয় জওয়ানরা আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারেন না বলেও জানানো হয় ভারতীয় বিদেশমন্ত্রকের তরফ থেকে। সংঘাতের সময়, ভারতীয় জওয়ানদের উপর নির্বিচারে ধারালো অস্ত্র, মুগুর নিয়ে চড়াও হয় চিনারা। কয়েকটি সংবাদমাধ্যমের দাবি, সেসময় ভারতীয় জওয়ানদের হাতে এই ধরনের কোনও অস্ত্রই ছিল না। সেটা নিয়েই বৃহস্পতিবার প্রশ্ন তুলেছিলেন রাহুল গান্ধী। তবে মে মাস থেকেই চিনের সঙ্গে ভারতের যুদ্ধ যুদ্ধ আবহ নিয়ে কেন্দ্রকে নিজের অবস্থান স্পষ্ট করতে বলেছিলেন কংগ্রেস নেতা। কিন্তু কেন্দ্র তখন এই বিষয়ে আমল না দেওয়াতেই আরও ক্ষুব্ধ হন রাহুল গান্ধী।

[আরও পড়ুন:লকডাউনেও বেনজির বিনিয়োগ, সম্পূর্ণ ঋণমুক্ত মুকেশ আম্বানির রিলায়েন্স ইন্ডাস্ট্রি]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement